একবিংশ শতকের আধুনিকতাকে ভর করে আজ সবকিছুই আমাদের মুঠোবন্দি। মহাকাশ থেকে গহীন সমুদ্র, ছোট্ট একটা মাউস ক্লিকেই কত অনায়াস যাতায়াত। তবু সবকিছুর পরেও একটা ‘কিন্তু’ থেকে যায়। যে নারীর শরীর থেকে জন্ম এই সভ্যতার, সেই নারীকে কী আজও তাঁর যথাযোগ্য সম্মান দিতে পেরেছে তথাকথিত ‘আধুনিক’ সমাজ? প্রাচীনকাল থেকে আজকের একবিংশ শতক, নারী স্বাধীনতায় আক্ষরিকভাবে ঠিক কতটা এগিয়েছি আমরা?
এ বার সেই পুরুষতন্ত্রের বিরুদ্ধেই সদর্প ঘোষণা। শহুরে নারীর পথে বিপ্লব নয়, ঝড় তোলা নয় কাগজে-কলমে, এ একেবারে বাস্তবিক প্রয়োগ। আর সেই প্রয়োগে তাঁদের হাতের অস্ত্র সমলিঙ্গে বিবাহ! নাহ! তাঁরা কেউই ‘সমকামী’ নন। তবুও...।
তানজানিয়ার প্রত্যন্ত এলাকা ন্যামোঙ্গো। সেখানকার একটি ছোট্ট উপজাতি সম্প্রদায় কুরয়া। পুরুষতন্ত্রের স্টিরিওটাইপ ধারণাকে অবলীলায় বুড়ো আঙ্গুল দেখিয়েছেন স্মার্ট ফোন, ওয়েব দুনিয়া, সোশ্যাল মিডিয়ার থেকে কয়েকশো যোজন দূরে থাকা এই মানুষগুলো। কিন্তু কী ভাবে? দেখুন...
আরও পড়ুন: জেনে ফ্রিজ পরিষ্কার রাখার ১০ টিপস