নারকোল দিয়ে চালকুমড়ো যেমন সুস্বাদু, তেমনই আবার হজম করাও সহজ। গরম, বর্ষার দিনের জন্য এই রেসিপি আদর্শ।
Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৭ ১৩:০৯
Share:
চালকুমড়ো নারকোল।
লাউ, চালকুমড়োর মতো হালকা সব্জি পেটের জন্য খুবই ভাল। আবার এই ধরনের সব্জি নারকোল, ছোলা, কখনও বা চিংড়ি, এমনকী মাছের মাথা দিয়ে বাঙালি বেশ সুস্বাদু করে রাঁধতেও জানে। আজ শিখে নিন চালকুমড়ো নারকোলের রেসিপি।