যে সব মহিলা সমকামী তাঁদের সম্পর্কে বেশ কিছু ভুল ধারণা প্রচলিত রয়েছে সমাজে। দেখে নিন সেগুলি কী? আপনিও এই ধারণায় বিশ্বাসী হলে তা বদলে ফেলুন এখনই।
১) অনেকেই ভাবেন, লেসবিয়ানদের এই সমকামের ভাবনা সাময়িক। কয়েক দিন পরেই সেই পর্ব কেটে যাবে।
২) লেসবিয়ানরা নাকি অগভীর চিন্তাভাবনা করেন। কিন্তু মনে রাখা প্রয়োজন, সেক্সুয়াল প্রেফারেন্স কোনও মানুষের ভাবনাকে নিয়ন্ত্রণ করে না।
৩) অনেকের ধারণা, লেসবিয়ানরা পারিপার্শ্বিক থেকে নিজেদের লুকিয়ে রাখতে পছন্দ করেন। এ কথা ঠিক নয়। বরং প্রকাশ্যে নিজেদের যৌন পছন্দের কথা বলেন তাঁরা।
৪) লেসবিয়ান হলেই তাঁকে বাইসেক্সুয়াল হতে হবে এমন কোনও নিশ্চয়তা নেই। তবে একই সঙ্গে দু’রকমের যৌনতাও অনেকে পছন্দ করেন।
৫) লেসবিয়ানরা পুরুষদের ঘৃণা করেন বলে সমাজের এক শ্রেণির মানুষের বদ্ধমূল ধারণা। এই ভাবনা সঠিক নয়।
আরও পড়ুন