Women News

গর্ভাশয়ের ক্যানসারের এই ৪ প্রাথমিক লক্ষণ সম্পর্কে সচেতন থাকুন

গর্ভাশয় বা জরায়ুর ক্যানসার যতটা জটিল রোগ, ঠিক ততটাই ভয়াবহ এর চুপিসাড়ে ছড়িয়ে পড়া।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১১ মে ২০১৭ ১১:৫৩
Share:

গর্ভাশয় বা জরায়ুর ক্যানসার যতটা জটিল রোগ, ঠিক ততটাই ভয়াবহ এর চুপিসাড়ে ছড়িয়ে পড়া। অধিকাংশ মহিলাই যে লক্ষণগুলো সাধারণ পেটের সমস্যা বা হজমের গণ্ডগোল ভেবে গুরুত্ব দিতে চান না, সেই সব এড়িয়ে যাওয়া সমস্যাই হতে পারে গর্ভাশয় বা জরায়ুর ক্যানসারের জোরালো লক্ষণ। পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ার আগেই সতর্ক হন এই লক্ষণগুলো সম্পর্কে। ক্যান্সার প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে তা হয়তো সারিয়ে তোলা সম্ভব হবে।

Advertisement

ক্রমাগত অ্যাসিডিটি

যদি দেখেন আপনার বার বার অ্যাসিডিটি হচ্ছে, (৩ সপ্তাহের বেশি সময় ধরে) যা আগে হতো না, তা হলে হতে পারে গর্ভাশয়ে কোনও ক্যানসারাস টিউমার হয়েছে। অবশ্যই পরীক্ষা করিয়ে নিন।

Advertisement

তলপেট ও কোমরে ব্যথা

পিরিয়ডের সময় তলপেট, কোমরে ব্যথা হওয়া স্বাভাবিক ব্যাপার। কিন্তু পিরিয়ড হয়ে যাওয়ার পরও যদি এই ব্যথা থেকে যায় বা বার বার ব্যথা হতে থাকে তা হলে ওভারিয়ান ক্যানসার হয়ে থাকতে পারে।

কম খেয়েই পেট ভরে যাওয়া

যদি দেখেন খিদে বেশ কমে এসেছে, অল্প খেলেই পেট ভরে যাচ্ছে বা বেশি খেতে পারছেন না, এবং এই অবস্থা যদি তিন সপ্তাহের বেশি সময় ধরে চলে তা হলে তা পরীক্ষা করিয়ে নেওয়া আবশ্যক। পেটের নানা সমস্যা বা অবসাদের কারণেও এই সমস্যা হতে পারে। তবে গর্ভাশয়ের ক্যানসারের ঝুঁকিও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

আরও পড়ুন: কেন মহিলারাই বেশি অ্যাস্থমায় আক্রান্ত হন?

ঘন ঘন প্রস্রাব পাওয়া

যদি বেশি জল না খেয়েও আপনার বার বার প্রস্রাব পায়, হঠাত্ হঠাত্ প্রস্রাব পেয়ে যায়, তা হলে কিন্তু সাবধান হয়ে যান এখনই। এটা ক্যানসারের বেশ জোরালো প্রাথমিক লক্ষণ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement