বিপদের সময় কিনবেন বলে রেখে দেবেন না। যে ভাবে কন্ডোম সব সময় বাড়িতে মজুত রাখেন, তেমনই এমার্জেন্সি পিলও মজুত রাখবেন।
আই পিল, আনওয়ান্টেড ৭২, অনেক এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলই বাজারে পাওয়া যায়। অসুরক্ষিত মিলনের পর অনেকেই এমার্জেন্সি পিলের সাহায্য নিয়ে থাকেন। এর ফলে অনেক সময়ই যেমন পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়, আবার অনেক সময়ই নিশ্চিত হতে না পেরে কেউ কেউ প্রয়োজনের তুলনায় বেশি খেয়ে ফেলেন এই পিল। জেনে নিন এমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল সম্পর্কে এক ডজন প্রয়োজনীয় তথ্য।
আরও পড়ুন: রাশি অনুযায়ী বেছে নিন আপনার লিপস্টিকের রং