চুলের জট নিয়ে চিন্তা? জেনে নিন সহজ সমাধান

চুলের জট ছাড়াতে রোজই সমস্যায় পড়তে হয় আপনাকে? এতে তো রোজ অনেক চুলও উঠছে। চিন্তায় পড়েছেন? আর ভাববেন না। জেনে নিন চুলের জট ছাড়ানোর সহজ কিছু উপায়।

Advertisement
শেষ আপডেট: ৩০ নভেম্বর ২০১৫ ১৭:৪৭
Share:

চুলের জট ছাড়াতে রোজই সমস্যায় পড়তে হয় আপনাকে? এতে তো রোজ অনেক চুলও উঠছে। চিন্তায় পড়েছেন? আর ভাববেন না। জেনে নিন চুলের জট ছাড়ানোর সহজ কিছু উপায়।

Advertisement

কন্ডিশনার ব্যবহার করুন
শ্যাম্পু করার পর চুলে কন্ডিশনার লাগাতেই হবে। এতে চুল মসৃণ ও নরম থাকবে, জট লাগাও প্রতিরোধ করবে।

Advertisement

নিয়ম করে তেল লাগান

নিয়মিত চুলে লাগানোর চেষ্টা করুন। মাথায় দেওয়ার আগে তেল হালরা গরম করে নেবেন। এরপর শাওয়ার ক্যাপ বা উষ্ণ তোয়ালে দিয়ে ঢেকে রাখুন স্নানের আগে পর্যন্ত।

চিরুনি নয়, আঙুল ব্যবহার করুন

জট বাঁধলে চিরুনি বা ব্রাশের বদলে আঙুল দিয়ে সেই জট ছাড়ানোর চেষ্টা করুন। আঙুল দিয়ে জট ছাড়ানোর পর চিরুনি ব্যবহার করুন। চিরুনি দিয়ে চুলের জট ছাড়াতে গেলে বেশি চুল উঠে যায়৷

বড় দাঁতের চিরুনি নিন

বড় দাঁতের চিরুনি দিয়ে চুল আঁচড়ানোর অভ্যেস করুন। এতে চুল ছিঁড়ে যাওয়ার আশঙ্কা কম। ভেজা চুল কখনই আঁচড়াবেন না। কারণ তা নরম থাকে আর ছিঁড়ে যায়।

নিচ থেকে জট ছাড়াতে শুরু করুন

জট ছাড়ানোর নিয়ম হল চুলের নিচের দিক থেকে শুরু করা। আমাদের ধৈর্য্য হারিয়ে চুলের জট ছাড়াতে দু’দিক থেকে চুল দু’ভাগ করে টানি৷ এতে আর বেশি জট পড়ে যায় চুলে৷

সিরাম ব্যবহার করুন

শ্যাম্পু করার পর চুল আঁচড়ানোর আগে হেয়ার সিরাম ব্যবহার করুন। এটি চুলকে করে তোলে নরম ও মসৃণ।

চুলের আগা ছাঁটুন নিয়মিত

চুলের আগা নিয়মিত ছেঁটে রাখলে জট কম পরে৷ এছাড়া আপনার চুলের আগা যদি ফেটে গিয়ে থাকে, তাহলে ছেঁটে দিলে আগা ফাটা ও জট লাগা দু’টোই সামলানো যায় একসঙ্গে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement