গোঁফের রেখা? জেনে নিন কিছু ঘরোয়া আপার লিপ হেয়ার রিমুভার

ঠোঁটের উপর হালকা গোঁফের রেখা থাকা খুবই স্বাভাবিক। অনেক সময় চুলের বৃদ্ধি বেশি হওয়ায় মুখ দেখতে কালো লাগে। এ দিকে পার্লারে গিয়ে ওয়াক্সিং বা থ্রেডিং বেশ কষ্টকর ব্যাপার। তাই বাড়িতেই আপার লিপ হেয়ার তোলার কিছু সহজ টোটকা জেনে নিন।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৬ ১১:০৪
Share:

ঠোঁটের উপর হালকা গোঁফের রেখা থাকা খুবই স্বাভাবিক। অনেক সময় চুলের বৃদ্ধি বেশি হওয়ায় মুখ দেখতে কালো লাগে। এ দিকে পার্লারে গিয়ে ওয়াক্সিং বা থ্রেডিং বেশ কষ্টকর ব্যাপার। তাই বাড়িতেই আপার লিপ হেয়ার তোলার কিছু সহজ টোটকা জেনে নিন।

Advertisement

১। হলুদ- এক টেবিল চামচ হলুদ গুঁড়ো ও এক টেবিল চামচ দুধ মিশিয়ে নিন। আঙুল দিয়ে ঠোঁটের ওপর লাগান। শুকিয়ে গেলে আলতো করে ঘষে তুলে ঠান্ডা জলে ধুয়ে ফেলুন। অথবা এক টেবিল চামচ হলুদ গুঁড়ো ও এক টেবিল চামচ জল মিশিয়ে ঠোঁটের উপর এক ঘণ্টা লাগিয়ে রাখুন। আলতো করে ঘষে তুলে ধুয়ে ফেলুন। টানা চার সপ্তাহ করুন এটা।

২। ডিমের সাদা অংশ- একটা ডিমের সাদা অংশের সঙ্গে কর্ন ফ্লাওয়ার ও চিনি মিশিয়ে নিন। এই পেস্ট আপার লিপে লাগিয়ে ৩০ মিনিট রাখুন। শুকিয়ে গেলে পিল অফ করে নিন। টানা এক মাস সপ্তাহে দু’দিন এটা করলে সুফল পাবেন।

Advertisement

৩। বেসন- জল, হলুদ গুঁড়ো ও বেসন একসঙ্গে মিশিয়ে নিন। সঙ্গে একটু ফ্রেশ ক্রিম মিশিয়ে নিন। আপার লিপে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে স্ক্রাব করে তুলে ফেলুন।

৪। চিনি- একটা ফ্রাইং প্যানে চিনি নিন। এক মিনিট গরম করে নিন। এর সঙ্গে লেবুর রস মেশান। ঠান্ডা হলে আপার লিপে লাগান। এক টুকরো পরিষ্কার কাপড় নিয়ে এ বার আস্তে আস্তে সার্কুলার মোশনে মাসাজ করুন। জল দিয়ে ধুয়ে ফেলুন।

৫। ময়দা- একটা বাটিতে দুধ, হলুদ ও ময়দা মিশিয়ে নিন। ঘন পেস্ট তৈরি করে ঠোঁটের উপর লাগিয়ে রাখুন কিছুক্ষণ। শুকিয়ে গেলে তুলে ফেলুন।

এই সংক্রান্ত আরও খবর...

• শুধু খেতে নয়, মাখতেও ভাল চিনি, ত্বকের যত্ন নেবে চিনি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement