মোটা মডেলের ছবি সরাল ফেসবুক, ক্ষমা চেয়ে নিল পরে

ফেসবুকে বডি পজিটিভিটি প্রচার করতে নিজের বিকিনি পরা ছবি পোস্ট করেছিলেন প্লাস সাইজ মার্কিন মডেল টেস হলিডে। কিন্তু ফেসবুক গ্রহণ করল না সেই ছবি। তাদের বক্তব্য ছিল, এমন শরীর এখানে দেখানো হয়েছে যা কেউ পছন্দ করবেন না। যদিও, পরে ক্ষমা চেয়ে নেয় ফেসবুক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ মে ২০১৬ ১৪:১৬
Share:

ফেসবুকে বডি পজিটিভিটি প্রচার করতে নিজের বিকিনি পরা ছবি পোস্ট করেছিলেন প্লাস সাইজ মার্কিন মডেল টেস হলিডে। কিন্তু ফেসবুক গ্রহণ করল না সেই ছবি। তাদের বক্তব্য ছিল, এমন শরীর এখানে দেখানো হয়েছে যা কেউ পছন্দ করবেন না। যদিও, পরে ক্ষমা চেয়ে নেয় ফেসবুক।

Advertisement

অসি ফেমিনিস্ট গ্রুপ শার্চেজ লা ফেমের মধ্যে ও মেলবোর্নের জনপ্রিয় টক শোতে এই বিষয় নিয়ে তোলপাড় শুরু হওয়ার পরই ফেসবুকের পক্ষ থেকে ক্ষমা চেয়ে ছবি সরিয়ে নেওয়া হয়। ফেমিনিজম অ্যান্ড ফ্যাট অনুষ্ঠানের প্রযোজক জেসেমি গ্লিসন জানান, এই ঘটনায় তিনি অত্যন্ত ক্ষুব্ধ। মহিলাদের শরীর কখন গ্রহণযোগ্য, কখন গ্রহণযোগ্য নয় তা নির্ধারণ করছে ফেসবুক।

ছবি সরিয়ে নেওয়ার পর ফেসবুক এক বিবৃতিতে জানায়, ‘‘প্রতি সপ্তাহে আমরা লক্ষ লক্ষ বিজ্ঞাপনী ছবি সরিয়ে দিই। কখনও ভুল করেও করি। এই ছবি আমাদের বিজ্ঞাপনী পলিসি ভাঙেনি। আমরা ক্ষমা চেয়ে নিয়েছি।’’

Advertisement

আরও পড়ুন: মোটা মডেলের ছবি সরাল ফেসবুক, ক্ষমা চেয়ে নিল পরে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement