চিঁড়ের খিচুড়ি রেসিপি

বৃষ্টি মানেই চালে ডালে মিশিয়ে কিছু একটা বানিয়ে নেওয়া। আর এই চালে ডালে বানিয়ে নেওয়ার প্রথম ধারণা কিন্তু আসে অ্যাংলো ইন্ডিয়ান খাবার ‘কেজরি’ (Kedgeree) থেকে। মিশরে আবার এই খিচুড়ি ‘কুশারি’ নামে পরিচিত। তবে ভারতে প্রথম খিচুড়ির রেসিপি পাওয়া যায় আবুল ফজলের লেখা আইন-ই-আকবরি তে। মুঘল আমলে তা বেশ জনপ্রিয়তা পায়। বর্ষা কালে অফিস বা স্কুলে লাঞ্চ হিসেবে নিয়ে যাওয়ার জন্য খুবই সুবিধাজনক চিঁড়ের খিচুড়ি।

Advertisement
শেষ আপডেট: ১৬ অগস্ট ২০১৭ ১৩:১৩
Share:

ছবি: সংগৃহীত।

চিঁড়ের পোলাও অনেক বাড়িতেই বানানোর রেওয়াজ রয়েছে। কিন্তু চিঁড়ের খিচুড়ি বিশেষ প্রচলিত নয়। বর্ষাকাল যখন চলছেই তখন চিঁড়ের খিচু়ড়ি বানাতেই পারেন।

Advertisement

কী কী লাগবে

চিঁড়ে: ২ কাপ

Advertisement

মুগডাল: ১ কাপ

নারকেল কোরা: ১/২ কাপ

আদা: ১ টুকরো

কিসমিস: ৭-৮ টা

বাদামকুচি

তেজপাতা: ২টি

এলাচ গুঁড়ো: সামান্য

নুন, চিনি, হলুদ: পরিমাণ মতো

কাঁচা লঙ্কা: ৩-৪টি

ঘি

কী ভাবে বানাবেন

শুকনো কড়াইতে মুগডাল ভেজে হলুদ দিয়ে অল্প সেদ্ধ করে জল ঝরিয়ে নিন। চিঁড়ে ধুয়ে জল ঝরিয়ে রাখুন। এ বার একটি পাত্রে সিদ্ধ মুগডাল, চিঁড়ে, নুন, চিনি দিয়ে মেখে রাখুন। কড়াইতে ঘি গরম করে তেজপাতা, আদাকুচি, বাদামকুচি দিয়ে নেড়ে চিঁড়ে ও মুগডাল মিশিয়ে ভাল ভাবে নাড়াচাড়া করুন। নারকেল কোরা, কিসমিস ও কাঁচা লঙ্কা মিশিয়ে ভাল করে ভেজে নিন। নামানোর আগে এলাচ গুঁড়ো, ঘি ছড়িয়ে দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement