কলা যে কত উপকারী তা আমরা জানি। কিন্তু কলার খোসা? সেটাকে এত দিন হেলাফেলা করেই এসেছি। তবে এই কলার খোসাও যে দারুণ উপকারী তা কি জানতেন? রান্না থেকে রূপচর্চা সব কিছুতেই কাজে আসে কলার খোসা। জেনে নিন কলার খোসা কী ভাবে কাজে লাগাবেন।
অ্যাকনে- কলার খোসার মধ্যে রয়েছে ন্যাচারাল সুদিং বাম। এর উত্সেচক ত্বকের রোমকূপ খুলে অ্যাকনে, ব্ল্যাকহেডস কমাতে সাহায্য করে। কলার খোসা দিয়ে মুখ স্ক্রাব করলে ত্বকের সমস্যা কমবে।
সার- কলার খোসায় থাকা পটাশিয়াম ও সোডিয়াম খুব ভাল বায়োডিগ্রেডেবল এজেন্ট হিসেবে কাজ করে। তাই বাগানে ফুল গাছে সার হিসেবে ব্যবহার করতে পারেন কলার খোসা।
দাঁত- দাঁতে মাজার আগে কলার খোসা ঘষে নিন। এতে মাত্র দু’সপ্তাহে কালো ছোপ উঠে সাদা ঝকঝকে দাঁত পাবেন।
চিকেন রোস্ট- চিকেন রোস্ট করার সময় সঙ্গে কলাক খোসা দিন। এতে চিকেন তাড়াতাড়ি সেদ্ধ হবে।
জুতো- কালো চামড়ার হোক বা ফোমের, পালিশ করতেই হয়। সময় না থাকলে কলার খোসা ঘষে নিন। চকচকে হয়ে যাবে।
কন্ডিশনার- চুলের জন্য কলা যেমন উপকারী, তেমনই উপকারী কলার খোসা। শ্যাম্পু করার পর ভেজা চুলে বুলিয়ে নিন কলার খোসা। চুল চকচকে হবে।