National news

মেলেনি ছুটি, শিশুকে পিঠে বেঁধেই কাজ করছেন বাস কন্ডাক্টর মা

মাতৃত্বকালীন ছুটি না পাওয়ায় এ ভাবেই পিঠে শিশুকে বেঁধে রোজ কাজ করেন তিনি। যাত্রীদের সহায়তায় সম্প্রতি তাঁর ছুটি মঞ্জুর হয়েছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৭ ১০:২৩
Share:

শিশুর সঙ্গে আলিয়া জাহান। ছবি: ফেসবুক।

পিঠে কাপড় দিয়ে শক্ত করে বাঁধা ৮ মাসের শিশু। এ ভাবেই ভিড় ঠেলে যাত্রীদের বাসের টিকিট দিচ্ছেন মহিলা কন্ডাক্টর। তেলঙ্গানা রাজ্য পরিবহণ সংস্থার বাসে যাঁরা যান, তাঁদের অনেকেই তাঁকে দেখেছেন। তিনি ২৫ বছরের আলিয়া জাহান। তেলঙ্গানা রাজ্য পরিবহণ সংস্থার বাস কনডাক্টর। মাতৃত্বকালীন ছুটি না পাওয়ায় এ ভাবেই পিঠে শিশুকে বেঁধে রোজ কাজ করেন তিনি। যাত্রীদের সহায়তায় সম্প্রতি তাঁর ছুটি মঞ্জুর হয়েছে।

Advertisement

বানিজ্যে স্নাতক আলিয়া দু’বছর ধরে এই সংস্থায় বাস কনডাক্টরের কাজ করেন। গত বছরের ডিসেম্বরে তাঁর সন্তান জন্ম নেয়। তারপর অনেক অনুরোধ করে তিনি মাত্র ৬ মাসের ছুটি পান। জুন মাসেই সেই ছুটি শেষ হয়ে যায়। দফতরের স্থায়ী কর্মী না হওয়ায় তারপর আর ছুটি বাড়ানোর অনুরোধে সাড়া পাওয়া যায়নি। তার উপর অন্য ধর্মে বিয়ে করায় পরিবারের থেকেও আলাদা হয়ে পড়েছিলেন তিনি। একা শিশুকে বাড়িতে রেখে কাজে যাওয়া আলিয়ার পক্ষে ছিল অসম্ভব। ঠিক করে ফেলেন সন্তানকে পিঠে বেঁধেই কাজ চালিয়ে যাবেন তিনি।

আরও পড়ুন: ভিটামিন বি৩ সাপ্লিমেন্ট কমিয়ে দেয় গর্ভপাতের ঝুঁকি

Advertisement

পরিবহণ সংস্থার এই সিদ্ধান্তে আলিয়া খুশি। আলিয়া জানান, তিনি আরও খুশি হতেন, যদি তাঁর মতো সব অসহায় কর্মীদের কথাও ভাবা হয়। রাজ্য সরকারের কাছে এটাই আলিয়ার একমাত্র অনুরোধ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement