বর্ষা মানে চুল পড়ার সমস্যা। তৈলাক্ত চুল হোক বা ড্রাই, এই সময় চুলের সমস্যায় ভোগান্তি হয় সকলেরই। কখনও অতিরিক্ত আর্দ্রতায় ঘামে ভিজে চুলে পড়ে, কখনও বা বৃষ্টিতে বার বার ভিজে চুল প্রয়োজনীয় আর্দ্রতা হারায়। তাই সময় নিয়মিত শ্যাম্পু, কন্ডিশনার, অয়েল মাসাজ ছাড়াও চুলের চাই একটু বেশি যত্ন। জেনে নিন চুলের ৮ ঘরোয় মাস্ক যা বর্ষাকালের যত্ন নিতে দারুণ উপযোগী।
আরও পড়ুন: নির্দিষ্ট মাপের পর আর চুল বাড়ে না কেন জানেন?