শব্দ-জব্দ নিয়ে শিক্ষকদের প্রতিক্রিয়া
বাংলা ভাষার মাধুর্য ছাপিয়ে ক্রমশ ইংরেজি ভাষা কি জায়গা দখল করে নিচ্ছে ঘরে ঘরে? না কি আজও বাংলা ভাষার গুরুত্ব বহাল রয়েছে আগের মতোই? এই প্রজন্মের কাছে বাংলা ভাষাকে ঠিক কতটা আপন করে নিতে পেরেছে স্কুলগুলি? নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষার প্রাসঙ্গিকতাকে আরও এক বার ঝালিয়ে নিতে আনন্দবাজার অনলাইন আয়োজন করেছিল এক বিশেষ প্রতিযোগিতা – ‘শব্দ-জব্দ। যেখানে কলকাতা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার স্কুল অংশগ্রহণ করেছে। শব্দের এই লড়াই নিয়ে কী বলছেন শিক্ষকেরা? শুনে নিন।