Science News

শাওমি রেডমি ৫ এবং ৫ প্লাসের দাম ও ফিচার্স ফাঁস ইন্টারনেটে

আজ বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ, বেজিংয়ে লঞ্চ করল শাওমির নতুন দু’টি মডেল— রেডমি ৫ এবং রেডমি ৫ প্লাস। আগামী ১০ ডিসেম্বর থেকে শাওমি স্টোরে পাওয়া যাবে এই ফোন। কিন্তু তার আগেই ইন্টারনেটে ফাঁস হয়ে গেল দুটি ফোনের দাম ও ফিচার্স।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ ডিসেম্বর ২০১৭ ১৫:১৮
Share:
০১ ০৮

শাওমির নতুন ফোন বাজারে এলেই তা নিয়ে গ্রাহকদের উত্তেজনা থাকে চরমে। আজ বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ, বেজিংয়ে লঞ্চ করল শাওমির নতুন দু’টি মডেল— রেডমি ৫ এবং রেডমি ৫ প্লাস। আগামী ১০ ডিসেম্বর থেকে শাওমি স্টোরে পাওয়া যাবে এই ফোন। কিন্তু তার আগেই ইন্টারনেটে ফাঁস হয়ে গেল দুটি ফোনের দাম ও ফিচার্স।

০২ ০৮

৫.৭ ইঞ্চি ফুল ভিউ ১৮:৯ ডিসপ্লে রয়েছে রেডমি ৫-এ। রেডমি ৫ প্লাসে ডিসপ্লে পাবেন ৫.৯৯ ইঞ্চি। দু’টি ফোনেই ৭২০X১৪৪০ পিক্সেল রেজলিউশন রয়েছে।

Advertisement
০৩ ০৮

১.৮ গিগা হার্ৎজ অক্টাকোর প্রসেসর, স্ন্যাপড্রাগন ৪৫০ এসওসি রয়েছে রেডমি ৫-এ। অন্যদিকে রেডমি ৫ প্লাসে রয়েছে ৬২৫ এসওসি।

০৪ ০৮

দু’টি ফোনেই ১২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। সঙ্গে রয়েছে সেলফি ফ্ল্যাশও।

০৫ ০৮

রেডমি ৫-এ রয়েছে ৩২০০ এমএএইচ ব্যাটারি এবং রেডমি ৫ প্লাসে রয়েছে ৪০০০ এমএএইচ ব্যাটারি।

০৬ ০৮

রেডমি ৫ পাওয়া যাবে ২জিবি/১৬জিবি মডেলে। দাম পড়বে ১২,৯০০ টাকার কাছাকাছি। এক্সটারনাল মেমরি ১২৮জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

০৭ ০৮

অন্যদিকে রেডমি ৫ প্লাস পাওয়া যাবে ৩জিবি/৩২জিবি মডেলে। এর দামহবে ১৬ হাজার ১২০ টাকা। এই ফোনেও এক্সটারনাল মেমরি ১২৮জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

০৮ ০৮

দুটি মডেলই পাওয়া যাবে কালো, নীল, গোল্ডেন এবং গোলাপি রংয়ে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement