শাওমির নতুন ফোন বাজারে এলেই তা নিয়ে গ্রাহকদের উত্তেজনা থাকে চরমে। আজ বৃহস্পতিবার দুপুর ২টো নাগাদ, বেজিংয়ে লঞ্চ করল শাওমির নতুন দু’টি মডেল— রেডমি ৫ এবং রেডমি ৫ প্লাস। আগামী ১০ ডিসেম্বর থেকে শাওমি স্টোরে পাওয়া যাবে এই ফোন। কিন্তু তার আগেই ইন্টারনেটে ফাঁস হয়ে গেল দুটি ফোনের দাম ও ফিচার্স।
৫.৭ ইঞ্চি ফুল ভিউ ১৮:৯ ডিসপ্লে রয়েছে রেডমি ৫-এ। রেডমি ৫ প্লাসে ডিসপ্লে পাবেন ৫.৯৯ ইঞ্চি। দু’টি ফোনেই ৭২০X১৪৪০ পিক্সেল রেজলিউশন রয়েছে।
১.৮ গিগা হার্ৎজ অক্টাকোর প্রসেসর, স্ন্যাপড্রাগন ৪৫০ এসওসি রয়েছে রেডমি ৫-এ। অন্যদিকে রেডমি ৫ প্লাসে রয়েছে ৬২৫ এসওসি।
দু’টি ফোনেই ১২ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। সঙ্গে রয়েছে সেলফি ফ্ল্যাশও।
রেডমি ৫-এ রয়েছে ৩২০০ এমএএইচ ব্যাটারি এবং রেডমি ৫ প্লাসে রয়েছে ৪০০০ এমএএইচ ব্যাটারি।
রেডমি ৫ পাওয়া যাবে ২জিবি/১৬জিবি মডেলে। দাম পড়বে ১২,৯০০ টাকার কাছাকাছি। এক্সটারনাল মেমরি ১২৮জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
অন্যদিকে রেডমি ৫ প্লাস পাওয়া যাবে ৩জিবি/৩২জিবি মডেলে। এর দামহবে ১৬ হাজার ১২০ টাকা। এই ফোনেও এক্সটারনাল মেমরি ১২৮জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
দুটি মডেলই পাওয়া যাবে কালো, নীল, গোল্ডেন এবং গোলাপি রংয়ে।