শাওমির ফোন নিয়ে গ্রাহকদের মধ্যে সব সময়ই উত্তেজনা থাকে চরমে। সুতরাং এক ধাক্কায় সেই ফোনের দাম বেশ খানিকটা কমে গেলে উৎফুল্ল হওয়ারই কথা। গত রবিবারই এ দেশে দাম কমেছে শাওমি এমআই এ১-এ। এখন কত টাকায় পাওয়া যাবে ডুয়াল ব্যাক ক্যামেরাযুক্ত এই ফোন? কী কী ফিচার্সই বা রয়েছে এতে? জেনে নিন গ্যালারি থেকে।
৫ সেপ্টেম্বর চিনে লঞ্চ হয়েছে শাওমির নতুন এই মোবাইল।৬২৫ স্ন্যাপড্রাগন ও অক্টাকোর প্রসেসর রয়েছে এই মডেলটিতে।
শাওমি এমআই এ১-এর ডুয়াল ক্যামেরায় ব্যবহার করা হয়েছে টেলিফোটো লেন্স। দু’টি ব্যাক ক্যামেরাই ১২ মেগা পিক্সেল ক্ষমতা সম্পন্ন। রয়েছে ডুয়াল এলইডি ফ্ল্যাশ এবং ২এক্স জুম। ফ্রন্ট ক্যামেরা ৫ মেগা পিক্সেল ক্ষমতা সম্পন্ন।
রয়েছে ৫.৫ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে। ইন্টারনাল মেমোরি ৬৪ জিবি। যা ১২৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। রয়েছে ৪ জিবি র্যাামও।
৩০৮০ এমএএইচ ব্যাটারি রয়েছে এমআই এ১। রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও।ব্ল্যাক, গোল্ড এবং রোজ গোল্ড— এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে মডেলটি।
ভারতের বাজারে এই ফোনের দাম ছিল ১৪হাজার ৯৯৯ টাকা।সম্প্রতি ১ হাজার টাকা দাম কমেছে এই ফোনের। এখন এটি পেয়ে যাবেন ১৩ হাজার ৯৯৯ টাকায়।
Mi.com এবং ফ্লিপকার্ট-এ নতুন দামেই পাওয়া যাচ্ছে শাওমি এমআই এ১।