শ্রীহরিকোটা থেকে ‘জিস্যাট-৬এ’ উপগ্রহের উৎক্ষেপণ। বৃহস্পতিবার বিকালে।- সৌজন্যে: ইসরোর ওয়েবসাইট।
টেলিযোগাযোগ ব্যবস্থাকে দ্রুততর করে তুলতে নতুন একটি উপগ্রহকে বৃহস্পতিবার পৃথিবীর কক্ষপথে পাঠাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। উপগ্রহটির নাম- ‘জিস্যাট-৬এ’। উপগ্রহটিকে কক্ষপথে পাঠানো হল ‘জিএসএলভি-এমকে-২’ বা ‘জিএসএলভি-০৮’ রকেটের পিঠে চাপিয়ে।
মূলত তিনটি লক্ষ্যে উৎক্ষেপণ করা হল উপগ্রহটিকে। এক, দেশের মোবাইল যোগাযোগ ব্যবস্থাকে দ্রুততর করে তোলা, দুই, দেশের সেনাবাহিনীর টেলিযোগাযোগ ব্যবস্থাকে আরও নিখুঁত ও দ্রুততর করে তোলা এবং দুই, ভারতের দ্বিতীয় চন্দ্রাভিযান (‘চন্দ্রযান-২’)-এর প্রস্তুতিতে হাই থ্রাস্ট বিকাশ ইঞ্জিন সহ চন্দ্রাভিযানে অত্যন্ত প্রয়োজনীয় কয়েকটি যন্ত্রাংশের পরীক্ষানিরীক্ষা।
ইসরো সূত্রের খবর, ২ হাজার ১৪০ কিলোগ্রাম ওজনের উপগ্রহটিকে এ দিন বিকাল ৪টা ৫৬ মিনিট নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় উৎক্ষেপণ স্থল থেকে পাঠানো হল কক্ষপথে। ইসরোর এক পদস্থ কর্তা বলেছেন, ‘‘আপাতত ঠিক হয়েছে, আগামী অক্টোবরেই পাঠানো হবে ‘চন্দ্রযান-২’।
আরও পড়ুন- নতুন বছরে ইসরোর উপহার, সফল উত্ক্ষেপণ ১০০তম উপগ্রহের
আরও পড়ুন- হলিউডি ছবির থেকেও কম খরচে চন্দ্রযান-২!
জিএসএলভি রকেট এই নিয়ে দ্বাদশ বার কোনও উপগ্রহকে পিঠে চাপিয়ে পৃথিবীর কক্ষপথে পৌঁছে দিল। তার মধ্যে ৬ বার পিঠে চাপিয়েছে সর্বাধুনিক ক্রায়োজেনিক ইঞ্জিনকে। এই রকেটের ওজন ৪১৫.৬ টন।
ইসরোর এক পদস্থ কর্তা বলেছেন, ‘‘টেলিযোগাযোগ ব্যবস্থাকে উন্নততর করতে তিন বছর আগে, ২০১৫-র ২৭ অগস্ট কক্ষপথে পাঠানো হয়েছিল ‘জিস্যাট-৬’ উপগ্রহটিকে। তবে তা সেনাবাহিনীর কাজে বিশেষ লাগছে না। কিন্তু এ বার যে ‘জিস্যাট-৬এ’ উপগ্রহটিকে কক্ষপথে পাঠানো হল, তা মূলত ব্যবহৃত হবে সেনাবাহিনীর টেলিযোগাযোগ ব্যবস্থার উন্নতিতে।’’