শনির কাছাকাছি ক্যাসিনি
দীর্ঘ যাত্রার পর ‘বৃদ্ধ’ ক্যাসিনি ‘মৃত্যুর গহ্বরে’ প্রবেশ করছে। সে জানে জীবনের শেষ দিনটা আসতে আর বেশি বাকি নেই। কিন্তু প্রতিশ্রুতিতেও অটুট সে। গত ১৯ বছর ধরে প্রত্যেকটি প্রতিশ্রুতি রেখে এসেছে। ২০১৭ সালের ১৫ সেপ্টেম্বর ক্যাসিনির সরকারি মৃত্যু দিন। যেটিকে নাসার বিজ্ঞানীরা বলছেন, গ্র্যান্ড ফিনালে। আজ, বৃহস্পতিবার, এই গ্র্যান্ড ফিনালের প্রথম ধাপ। অর্থাত্ শনির ২০টি বলয়ের মধ্যে বাইরের ‘এফ’ বলয়ে ঢুকতে চলেছে সে। বলয়ের যত গভীরে ঢুকবে, ততই আরও বিপদ বাড়বে ক্যাসিনির। ১৯ বছরের দীর্ঘ ম্যারাথনের সফর কেমন ছিল ক্যাসিনির? নানা মোড়, চড়াই, উতরাই পার করে এসেছে সে। ফ্ল্যাশব্যাকে দেখে নেওয়া যাক ক্যাসিনির সফর যাত্রা। (তথ্য ও ছবি- নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি ওয়েবসাইট থেকে।)
আরও পড়ুন- শনির বলয়ে আজ মরণঝাঁপ ক্যাসিনির