বাড়ির পোষ্যটিকে নিয়ে হাঁটতে বেরনো দু’জনের পক্ষে ভাল। পোষ্যটির সু-অভ্যেস তৈরি হয়, সঙ্গে মালিকেরও কিছু বাড়তি শরীরচর্চা হয়। অন্তত পোষ্যহীনদের চেয়ে সেই শরীরচর্চার পরিমাণ বেশ কিছুটা বেশি— জানাচ্ছে ইংল্যান্ডের একটি গবেষণা। ৩৮৫টি বাড়িতে এই গবেষণা চালিয়েছেন লিভারপুল ইউনিভার্সিটির ক্যারি ওয়েস্টগার্থ। ১৯১ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির পোষা কুকুর আছে, ৪৫৫ জনের কুকুর নেই। যাঁদের কুকুর আছে, তাঁদের মধ্যে ৮০ শতাংশ মানুষই কায়িক পরিশ্রমের সরকারি লক্ষ্যমাত্রা পেরিয়েছেন। আর কুকুর নেই যাঁদের, তাঁদের মধ্যে মোটে ৬২ শতাংশ মানুষ সফল। চারপেয়ে নিয়ে হাঁটিয়ে-রা অন্যদের তুলনায় প্রতি দিন গড়ে প্রায় ২,০০০ পা বেশি হেঁটেছেন আর তেরো মিনিট বেশি কায়িক পরিশ্রম করেছেন।