Russia

Russia’s Woman Astronaut: প্রথম রুশ মহিলা নভশ্চরকে মহাকাশে পাঠাবে আমেরিকার ধনকুবেরের সংস্থা

স্পেস এক্সের তরফে মঙ্গলবার জানানো হয়েছে, আগামী বছরের মাঝামাঝি প্রথম রুশ মহিলা নভশ্চর আন্না কিকিনা যাবেন মহাকাশে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০২১ ১৬:০০
Share:

রাশিয়ার প্রথম মহিলা মহাকাশচারী আনা কিকিনা ইতিমধ্যেই প্রশিক্ষণ নিতে শুরু করেছেন আমেরিকায়।-ফাইল ছবি।

এই প্রথম কোনও মহিলাকে মহাকাশে পাঠাচ্ছে রাশিয়া। প্রথম রুশ মহিলা নভশ্চর মহাকাশে যাবেন আমেরিকার ধনকুবের এলন মাস্কের সংস্থা ‘স্পেস এক্স’-এর বানানো শক্তিশালী রকেটে চেপে।

Advertisement

স্পেস এক্সের তরফে মঙ্গলবার জানানো হয়েছে, আগামী বছরের মাঝামাঝি প্রথম রুশ মহিলা নভশ্চর আনা কিকিনা যাবেন মহাকাশে। তার জন্য রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা ‘রসকসমস’-এর সঙ্গে চুক্তি প্রক্রিয়া প্রায় চূড়ান্ত পর্যায়ে।

ক্ষেপণাস্ত্র ছুড়ে নিজেদের একটি অকেজো উপগ্রহকে ধ্বংস করতে গিয়ে দিন কয়েক আগে পৃথিবীর কক্ষপথে থাকা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের বিপদ ডেকে এনেছিল রাশিয়া। ওই ঘটনার ‘মহাকাশ আবর্জনা’ (স্পেস ডেব্রি বা স্পেস জাঙ্ক)-র বিশাল জমেছে পৃথিবীর কক্ষপথে। মমেঘ হাকাশ স্টেশন, অন্যান্য উপগ্রহ ও মহাকাশযানের বিপদ বাড়িয়ে তোলার জন্য ইতিমধ্যেই রাশিয়ার কড়া সমালোচনা করেছে আমেরিকা। কাউকে আগেভাগে না জানিয়ে রাশিয়ার ওই পরীক্ষা নিরীক্ষা চালানোর বিষয়ে বিবৃতি দিয়ে প্রকাশ্যে নিন্দা করেছে আমেরিকার প্রতিরক্ষা ও বিদেশ দফতর। নিন্দা করেছেন নাসার প্রধান বিল নেলসনও।

Advertisement

এই পরিস্থিতিতে এলন মাস্কের সংস্থার বানানো রকেটে চেপে রাশিয়ার প্রথম মহিলা নভশ্চরের মহাকাশে যাওয়ার ঘটনা দু’দেশের সম্পর্কের বরফ গলাতে কিছুটা হলেও সাহায্য করবে বলে মনে করছেন কূটনীতিকরা।

রুশ মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে, স্পেস এক্স-এর রকেটে চেপে মহাকাশে যাওয়ার জন্য তাদের প্রথম মহিলা মহাকাশচারী আনা কিকিনা ইতিমধ্যেই প্রশিক্ষণ নিতে শুরু করেছেন আমেরিকায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement