হ্যান্ডসেটটির দাম আড়াই হাজার টাকার কাছাকাছি হবে।
৪জি, ৩জি ও ২জি সিম ব্যবহার করা যাবে।
শুধু আইডিয়া নয়, অন্যান্য অপারেটরের সিমও ব্যবহার করা যাবে।
ফিচার ফোন হলেও থাকতে পারে টাচস্ক্রিনও।
ফোনগুলিতে ইন্টারনেট ব্যবহার করার সুবিধেও রাখা হচ্ছে।
রাখা হতে পারে স্মার্টফোনের বেশ কিছু ফিচারও।
হোয়াটসঅ্যাপ, গুগল, ফেসবুকের মতো জনপ্রিয় অ্যাপগুলি থাকতে পারে এই হ্যান্ডসেটে।
তবে সমস্তটাই এখনও অবধি ভাবনার পর্যায়ে রয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, ফোনটির দাম কম করার জন্য কতগুলি ফিচার সংযুক্ত করা যায় তা নিয়ে ভাবনা-চিন্তা করা হচ্ছে।