প্রতীক্ষার অবসান। ১৭ মে ভারতের বাজারে লঞ্চ করছে ওয়ান প্লাস ৬। সংস্থা সূত্রে খবর, আগের মডেলের থেকে অনেকটাই আপডেটেট ওয়ান প্লাস ৬-এ থাকছে আকর্ষণীয় সব ফিচার। কেনার আগে গ্যালারির পাতায় দেখে নিন এই ফোনের খুঁটিনাটি।
ধুলো, জলের হাত থেকে বাঁচাতে স্ক্রিনগার্ড, দামি ফোনের কভার তো কিনেই থাকেন। জানেন কি, ওয়ান প্লাস ৬-এর এই নতুন মডেল একেবারে ওয়াটার প্রুফ। শুধু তাই নয় ধুলোর হাত থেকেও সম্পূর্ণ সুরক্ষিত থাকবে আপনার ফোন।
১৯:৯ ডিসপ্লে এবং ৬.২৮ ইঞ্চির নতুন এই ফোনে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ এসওসি প্রসেসর এবং ১০৮০*২১৬০ পিক্সেলের এইচডি রেজোলিউশন। রয়েছে আরও চমক। ওয়ান প্লাস ৬-এ নতুন ভার্সনের অক্সিজেন অপারেটিং সিস্টেমের সঙ্গে রয়েছে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও।
ওয়ান প্লাস কর্তৃপক্ষ জানিয়েছে এই ফোনের ডিজাইন অনেকটা আইফোন এক্সের মতো। গ্লাসব্যাক প্যানেলে রয়েছে ওয়্যারলেস চার্জিংয়ের সুবিধা যা ওয়ান প্লাস ৩ এবং ওয়ান প্লাস ৫ সিরিজের থেকে অনেকটাই আলাদা।
মূলত দু’টি ভার্সনে পাওয়া যাবে এই ফোন। ১২৮ জিবি রমের সঙ্গে ৬ জিবি র্যামের অপশন যেমন থাকছে, তেমনই থাকছে ২৫৬ জিবি রমের সঙ্গে ৮ জিবি র্যাম। তা ছাড়াও নতুন মডেলটিতে ২৫৬ জিবি স্টোরেজের অপশনও রাখা হচ্ছে বলে জানিয়েছে সংস্থা কর্তৃপক্ষ।
ভারত ছাড়াও নিউ ইয়র্ক, লন্ডন, প্যারিস, মিলান এবং বেজিং-এর সমস্ত স্টোরে মিলবে ওই ফোন। ওয়ান প্লাস প্রথনে জানিয়েছিল, ভারতের বাজারে ৬৪ জিবি স্টোরেজের ওয়ান প্লাস ৬-এর দাম পড়বে ৩৬,৯৯৯ টাকা, ১২৮ জিবি স্টোরেজের দাম ৩৯,৯৯৯ টাকা। তা ছাড়া এ ফোনে থাকছে ২৫৬ জিবি স্টোরেজের অপশনও। তার দাম কত পড়বে এখনও জানায়নি সংস্থা কর্তৃপক্ষ।