Science News

পিৎজা বানিয়ে পার্টি হল মহাকাশে! এই প্রথম

৬ জন মহাকাশচারীর অন্যতম ইতালিয় পাওলি নেসপোলি বলেছেন, ‘‘কী অপূর্ব স্বাদ হয়েছিল সেই পিৎজার!’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৭ ১৯:৩৩
Share:

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পিৎজা বানিয়ে পার্টি। ছবি- ইউরোপিয়ান স্পেস এজেন্সি।

পাউরুটি, চিজ, পেস্তা, টোম্যাটো সস আর অলিভ অয়েল দিয়ে পিৎজা বানিয়ে ফেললেন মহাকাশচারীরা।

Advertisement

মহাকাশে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস) যাওয়ার পথে। জমিয়ে পার্টি করলেন। এই প্রথম পিৎজা বানানো হল মহাকাশে আর তা নিয়ে পার্টিও হল!

আইএসএসে জ্বালানি ভরে দিয়ে আসার জন্য যে মহাকাশযান পাঠানো হয়েছিল নভেম্বরে, ওই পিৎজা বানিয়েছেন তারই মহাকাশচারীরা। তাঁরা আইএসএসে নেমে ওই পিৎজা বানান। তার পর হই-হুল্লোড় করে পার্টি করেন আর যে যত পারেন পিৎজা খেয়েছেন তাঁরা।

Advertisement

কী ভাবে মহাকাশে বানানো হল পিৎজা, দেখুন ভিডিও। সৌজন্যে: ইউরোপিয়ান স্পেস এজেন্সি

৬ জন মহাকাশচারীর অন্যতম ইতালিয় পাওলি নেসপোলি বলেছেন, ‘‘কী অপূর্ব স্বাদ হয়েছিল সেই পিৎজার!’’

আরও পড়ুন- আইপ্যাড কিনবেন? একলাফে প্রায় ৫ হাজার টাকা দাম কমাল অ্যাপল​

আরও পড়ুন- জীবাণুর জারিজুরি ভাঙতে অস্ত্র নতুন অ্যান্টিবায়োটিক​

ওঁরা পৃথিবীতে ফিরে আসছেন ১৪ ডিসেম্বর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement