প্রতীকী ছবি।
শুধুই তো সার্স-কোভ-২ নয়। করোনাভাইরাস পরিবারের আরও ৪ সদস্য গত এক-দু’দশকে বাদুড় বা অন্য কোনও স্তন্যপায়ী প্রাণীদের থেকে এসে মানবদেহে আস্তানা খুঁজে নিয়েছে। সংক্রমণ ঘটিয়েছে। এখন আমরা কি শুধুই সার্স-কোভ-২ ভাইরাসের সংক্রমণের শিকার হচ্ছি নাকি করোনা পরিবারের বাকি ৪ সদস্যের, এ বার তা চটজলদি জানা সম্ভব হবে। কম্পিউটার ট্যাবলেটের আকারের একটি যন্ত্রের মাধ্যমে। ১০০ শতাংশ নিখুঁত ভাবে।
যন্ত্রটি উদ্ভাবন করেছেন আমেরিকার ডিউক বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী, গবেষকরা। জানিয়েছেন, যন্ত্রটি চালাতে কোনও শক্তি ব্যয় করতে হবে না। গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান গবেষণা পত্রিকা ‘সায়েন্স অ্যাডভান্সেস’-এ।
আরও পড়ুন
করোনার প্রতিষেধক কি প্রভাব ফেলছে ঋতুচক্রের উপরে? তবে কি টিকা নেবেন না
আরও পড়ুন
নিভৃতবাসে কাটছে দিন? নিজেকে যত্নে রাখবেন কোন উপায়ে
গবেষকরা জানিয়েছেন সার্স-কোভ-২ সহ করোনা পরিবারের ৫ সদস্যের সংক্রমণে মানবশরীরে একই পরিমাণে অ্যান্টিবডি তৈরি হয় না। কোনওটার ক্ষেত্রে কম পরিমাণে, কোনওটার ক্ষেত্রে বেশি। মানবশরীরে অ্যান্টিবডি তৈরি হওয়ার পরিমাণের তারতম্য বিচার করেই ওই যন্ত্রের মাধ্যমে বলে দেওয়া যাবে কেউ শুধুই সার্স-কোভ-২ ভাইরাসের সংক্রমণের শিকার হয়েছেন নাকি করোনা পরিবারের বাকি ৪ সদস্যের দ্বারা হয়েছেন সংক্রমিত। এই যন্ত্রের মাধ্যমে ইবোলা ভাইরাস সংক্রমণও দ্রুত ধরা পড়বে বলে গবেষকদের দাবি।
গবেষণাপত্র জানাচ্ছে, মানবদেহে কোভিডের ভয়াবহ হয়ে ওঠার আগাম আভাসও যন্ত্রটি দিতে পারবে কি না তা পরবর্তী পর্যায়ের গবেষণায় দেখা হবে।