ইনসাইটের তোলা নিজস্বী। ছবি নাসার সৌজন্যে।
লালগ্রহ মঙ্গলের মাটিতে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে নাসার মঙ্গলযান ‘ইনসাইট’। মঙ্গলের মাটি খুঁড়ে তথ্য সংগ্রহের পাশাপাশি ছবিও তুলছে সে। সম্প্রতি তার তোলা কিছু নিজস্বী টুইটারে পোস্ট করেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। মঙ্গলের মাটিতে ইনসাইটের তোলা সেই নিজস্বীগুলি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। লাইকের পাশাপাশি প্রচুর মানুষ রিটুইট করেছেন সেগুলিকে।
মঙ্গলযান ইনসাইটের তোলা প্রথম নিজস্বীতে দেখা যাচ্ছে, ওই যানের সোলার প্যানেল ও ডেক। ডেকের উপর থাকা ওয়েদার সেন্সর এবং ইউএইচএফ অ্যান্টেনাও পরিষ্কার বোঝা যাচ্ছে। মঙ্গলের লাল ধূলিময় মাটিও ধরা পড়েছে মহাকাশযানের প্রথম নিজস্বীতে।
এই ছবিগুলির ব্যাখ্যাও প্রকাশ করেছে নাসার জেট প্রপালশন ল্যাবরেটরি। তারা জানিয়েছে, নিজস্বী তোলার জন্য মহাকাশযান তার রোবোটিক হাতকে ব্যবহার করেছে। সেই রোবোটিক হাতে ক্যামেরা নিয়ে প্রথম নিজস্বী তুলেছে সে। এ ভাবে মোট ১১টি ছবি তুলেছে ইনসাইট।
আরও পড়ুন: গ্রহাণু ‘বেন্নু’তেও মিলল জলের হদিশ!
ইনসাইটের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে ছবির সঙ্গে লেখা হয়েছে, ‘প্রথম নিজস্বী! আমি সুস্থ ও উদ্যমী আছি।’
পোস্ট করা নিজস্বীটি কেবলমাত্র একটি ছবি নয়। বেশ কয়েকটি ছবির কোলাজ করে এই ছবিটি তৈরি করা হয়েছে।
আরও পড়ুন: সার্জারির পর স্প্রে’র ‘ফুঁ’য়েই ওড়ানো যাবে ফের ক্যানসারের আশঙ্কা?