সম্ভবত নতুন এই আইফোনের নাম হবে আইফোন এক্স। তার সঙ্গে বাজারে আসবে আইফোন ৮ এবং আইফোন ৮ প্লাসও।
আগামিকাল অর্থাৎ ১২ সেপ্টেম্বর আমেরিকার বাজারে আসছে এই ফোন। কিন্তু তার আগেই ইন্টারনেটে ফাঁস হয়ে গেল আইফোন এক্সের নাম ও সম্ভাব্য ফিচার।
সম্ভবত এর দাম হতে পারে ১ হাজার ডলার। ভারতীয় মুদ্রায় ৬৪ হাজারের কাছাকাছি।
আইফোন এক্স হবে সম্পূর্ণ ব্যাজেল ফ্রি। সামনের স্ক্রিনের উপরেই রয়েছে ইয়ারফোনের জ্যাক।
সম্ভবত ৫.৮ ইঞ্চি স্ক্রিন থাকবে এই আইফোনে। তবে কোনও হোম বাটন থাকবে না।
ওএলইডি ডিসপ্লে থাকবে এই ফোনে। সম্ভবত এই মডেলে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও।
থাকতে পারে ফেসিয়াল রেকগনিশন সেন্সরও। আইফোন এক্সে থাকবে ডুয়াল ক্যামেরাও।
ক্যামেরা দু’টি লম্বালম্বিভাবে থাকবে। এর ফলে সহজেই ৩ডি ছবি তোলা যাবে বলে দাবি করছে বিভিন্ন টেক ওয়েবসাইট। ল্যান্ডস্কেপ মোডে তোলা যাবে ভিডিও।