জনপ্রিয়তার নিরিখে এই মুহূর্তে দেশের এক নম্বর জায়গা ধরে রেখেছে শাওমি। সদ্যই বাজারে এসেছে শাওমির নতুন মডেল। রেডমি ৫এ। আকর্ষণীয় ফিচার্সে মন জয়ও করেছে গ্রাহকদের। কিন্ত এ বার তাকেই টেক্কা দিতে কম দামে, বেশি ফিচার্স নিয়ে বাজারে এল মাইক্রোম্যাক্স ভারত ৫। দেখে নেওয়া যাক কী কী ফিচার্স দিচ্ছে এই ফোন।
৫০০০ এমএএইচ (মিলি অ্যাম্পেয়ার আওয়ার) ব্যাটারি রয়েছে ভারত ৫-এ। সেখানে রেডমি ৫এ-তে রয়েছে ৩০০০ এমএএইচ ব্যাটারি।
৪জি ভল্টি সুবিধা রয়েছে মাইক্রোম্যাক্স ভারত ৫-এ।
ডুয়াল ৫ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে ভারত ৫-এ। সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশও। রেডমি ৫এ ফোনে ডুয়াল ক্যামেরা নেই।
৭.০ অ্যান্ড্রয়েড ভার্সন রয়েছে ভারত ৫-এ।
এই ফোনে র্যাম রয়েছে ২ জিবির।
সূত্রের খবর, ৫০০০-১০,০০০ টাকার মধ্যে দাম হতে পারে ভারত ৫-এর। রেডমি ৫এ-র দু’টি ভার্সনের যথাক্রমে দাম ৪,৯৯৯ এবং ৬,৯৯৯ টাকা।