নয়া যন্ত্র নিয়ে পরীক্ষানিরীক্ষা চালাচ্ছেন খড়গপুরের গবেষকরা।
শরীরে করোনা সংক্রমণ হয়েছে কিনা তা পরীক্ষা করা যাবে দ্রুত। খরচও অত্যন্ত কম। আর তার ফল মিলবে স্মার্টফোনে অ্যাপের মাধ্যমে। করোনা পরীক্ষার জন্য এ বার এমনই চমকপ্রদ যন্ত্র তৈরি করে ফেললেন খড়্গপুর আইআইটি-র দুই বাঙালি গবেষক, অধ্যাপক সুমন চক্রবর্তী এবং অধ্যাপক অরিন্দম মণ্ডল। তাঁদের দাবি, কোভিড ১৯ পরীক্ষার জন্য খরচসাপেক্ষ ল্যাবরেটরি অথবা আরটি-পিসিআর-এর প্রয়োজন নেই। তাঁদের তৈরি ওই ছোট্ট যন্ত্রই যথেষ্ট।
কী ভাবে করা হবে ওই পরীক্ষা?
আইআইটি-র গবেষকেরা জানাচ্ছেন, প্রথমে মানুষের থুতুর নমুনা সংগ্রহ করা হবে। তাতে ওই ভাইরাসের আরএনএ বা রাইবো নিউক্লিক অ্যাসিড পাওয়া যাচ্ছে কি না তাই দেখা হবে ওই পরীক্ষায়। গবেষকদের দাবি, অত্যন্ত কম খরচে এই পরীক্ষা করা যেতে পারে। প্রতি টেস্টের খরচ ৪০০ টাকারও কম বলে জানিয়েছেন তাঁরা। ওই যন্ত্রের মাধ্যমে বিপুল পরিমাণ পরীক্ষাও করা যাবে বলে জানিয়েছেন গবেষকরা। তাঁদের আরও দাবি, ওই পরীক্ষা ১০০ শতাংশ নিখুঁত। মাত্র এক ঘণ্টাতেই পরীক্ষার ফলাফল জানিয়ে দেবে ওই যন্ত্রটি।
গবেষকদের মতে, সাম্প্রতিক কালে করোনা রোগীর সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে নিঁখুত ভাবে করোনা পরীক্ষার প্রয়োজনও বাড়ছে। তাঁরা বলছেন, বর্তমান করোনা পরীক্ষায় যে প্রযুক্তি ব্যবহার করা হয় তা বেশ খরচসাপেক্ষ। তার জন্য ভিন্ন পরিকাঠামো প্রয়োজন। প্রয়োজন দক্ষ কর্মীরও। এই সব চ্যালেঞ্জ মাথায় রেখেই করোনা পরীক্ষার জন্য নতুন প্রযুক্তি খুঁজে বের করতে চাইছিলেন খড়্গপুর আইআইটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক সুমন চক্রবর্তী এবং বায়ো সায়েন্স বিভাগের অধ্যাপক অরিন্দম মণ্ডল। সেই ভাবনা থেকেই এর সূত্রপাত। তাঁদের তৈরি করা ওই পোর্টেবল যন্ত্রের মাধ্যমে একটি পেপার স্ট্রিপ দিয়েই এই পরীক্ষা করা যাবে। এক জন স্বল্প প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীও ওই যন্ত্র চালাতে পারবেন বলে দাবি গবেষকদের।
এই যন্ত্রের মাধ্যমে সহজে করোনা পরীক্ষা করা যাবে।
মোবাইলে অ্যাপের মাধ্যমে জানা যাবে করোনা পরীক্ষার ফলাফল।
আরও পড়ুন: দেশে প্রথম করোনার পরীক্ষামূলক টিকা নিলেন দিল্লির এই যুবক
অধ্যাপক সুমন চক্রবর্তী বলছেন, ‘‘নির্দিষ্ট পরিকাঠামো প্রয়োজন এই ভাবনা সরিয়ে ফেলা এবং স্বল্পমূল্যে, নিখুঁত ভাবে বিপুল আকার পরীক্ষা করাই আমাদের কাছে বড় চ্যালেঞ্জ ছিল।’’ খড়্গপুর আইআইটির তৈরি এই যন্ত্রের দাম ২ হাজার টাকার মধ্যে। যন্ত্র উৎপাদন বাড়লে তার খরচ আরও কম পড়বে বলেই দাবি করেছেন গবেষকরা। অধ্যাপক অরিন্দম মণ্ডলের কথায়, ‘‘শুধু করোনাভাইরাসই নয়, এই যন্ত্রের মাধ্যমে যে কোনও আরএনএ ভাইরাসের উপস্থিতিও খুঁজে পাওয়া যাবে।’’
আরও পড়ুন: চিনকে ঠেকাতে ‘মালাবারে’ অস্ট্রেলিয়া, নয়াদিল্লির পরিকল্পনায় সায় আমেরিকার
খড়্গপুর আইআইটির এই প্রকল্পের সঙ্গে ওতোপ্রোত ভাবে জড়িয়ে শিক্ষা প্রতিষ্ঠানটির অধিকর্তা ভিকে তিওয়ারি। তিনি বলছেন, ‘‘প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গি, উচ্চমানের হেলথকেয়ার প্রযুক্তি তৈরি করা যা সকলে ব্যবহার করতে পারে। এই অনন্য আবিষ্কারটিও তেমনই।’’
ছবি: খড়গপুর আইআইটি সূত্রে পাওয়া