Science

মহাকাশে একটা ফুটবল গড়াল ৫১৬ কিলোমিটার! দেখুন ভিডিও

এক ইঞ্চি বা দু’ ইঞ্চি নয়। নয় এক ফুট বা দু’-তিন কিলোমিটার। মহাকাশে একটা ফুটবল গড়িয়ে চলল মাইলের পর মাইল! কিলোমিটারের পর কিলোমিটার। লক্ষ লক্ষ ফুট। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। বাধাহীন, পিছুটানহীন ভাবে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৭ ১৫:১১
Share:

ফুটবল গড়াচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। লক্ষ লক্ষ ফুট!

এক ইঞ্চি বা দু’ ইঞ্চি নয়। নয় এক ফুট বা দু’-তিন কিলোমিটার।

Advertisement

মহাকাশে একটা ফুটবল গড়িয়ে চলল মাইলের পর মাইল! কিলোমিটারের পর কিলোমিটার। লক্ষ লক্ষ ফুট। আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। বাধাহীন, পিছুটানহীন ভাবে।

সেই ফুটবলটা কতটা গড়িয়েছে, জানেন?

Advertisement

আরও পড়ুন- ‘বাঁচার রসদ’ খুঁজতে গিয়ে আজ থেকে ‘ঘাতকে’র সন্ধানে নামছে নাসা

প্রায় ১৭ লক্ষ ফুট! মানে, ৫১৬ কিলোনিটার বা ৩২১ মাইল! ভাবতে পারছেন?
সেই ফুটবলটা কত জোরে গড়িয়েছে, জানেন?

সেকেন্ডে প্রায় ২৭ হাজার ফুট গতিবেগে!

মহাকাশে গড়াচ্ছে ফুটবল! দেখুন ভিডিও।

বায়ুমণ্ডল নেই, তাই বাতাসও নেই বলে সেই ফুটবলকে লাগামছাড়া ভাবে এগিয়ে যেতে কেউই বাধা দিল না।

আমাদের ফুটবলের মাঠে যেমনটা হয়, সে রকমটাও হল না। কোনও মিডিও বা হাফের বাড়ানো সোয়ার্ভিং পাস, যে কারণে ঠিক ‘ডিপ’ করে নেমে আসে বিপক্ষের গোলের সামনে, ফরোয়ার্ডের মাথায়, হেড দিয়ে গোল করানোর জন্য, সেই কারণটাই যে নেই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে। সেখানে যে নীচে টেনে নামানোর ‘শক্তি’ অভিকর্ষ বলটাই নেই। যাকে বলে, ‘মাইক্রো-গ্র্যাভিটি’। ফলে, মহাকাশচারী সহ সব কিছুকেই ভেসে থাকতে হয় মহাকাশে। মহাকাশ স্টেশনে।

ওই ফুটবল যে বাধাহীন ভাবে অতটা গড়াতে পেরেছিল মহাকাশ স্টেশনে, তার কারণ, তাকে কোনও অভিকর্ষ বলের হ্যাপা পোহাতে হয়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement