ভারতে লঞ্চ: আইফোন এক্স- ভারতের বাজারে আসবে ৩ নভেম্বর। আইফোন ৮- ভারতের বাজারে আসবে ২৯ সেপ্টেম্বর। আইফোন ৮ প্লাস- ভারতের বাজারে আসবে ২৯ সেপ্টেম্বর।
স্ক্রিন সাইজ: আইফোন এক্স- ৫.৮ ইঞ্চি আইফোন ৮- ৪.৭ ইঞ্চি আইফোন ৮ প্লাস- ৫.৫ ইঞ্চি
রেজলিউশন: আইফোন এক্স- ২,৪৩৬*১,১২৫ পিক্সেল আইফোন ৮- ১,৩৩৪*৭৫০ পিক্সেল আইফোন ৮ প্লাস- ১,৯২০*১,০৮০ পিক্সেল
স্ক্রিন টাইপ: আইফোন এক্স- সুপার রেটিনা ওএলইডি আইফোন ৮- রেটিনা এইচডি আইপিএস এলসিডি আইফোন ৮ প্লাস- রেটিনা এইচডি আইপিএস এলসিডি
ব্যাটারি: আইফোন এক্স- ২১ ঘণ্টা কথা বলা যাবে এবং ১২ ঘণ্টা টানা ব্রাউজিং করা যাবে। আইফোন ৮- ১৪ ঘণ্টা কথা বলা যাবে এবং ১২ ঘণ্টা টানা ব্রাউজিং করা যাবে। আইফোন ৮ প্লাস- ২১ ঘণ্টা কথা বলা যাবে এবং ১৩ ঘণ্টা টানা ব্রাউজিং করা যাবে।
ইন্টারনাল স্টোরেজ: তিনটির ক্ষেত্রেই দু’টি করে ভ্যারিয়েন্ট পাওয়া যাবে। একটি ৬৪ জিবি ও একটি ২৫৬ জিবির।
রিয়ার ক্যামেরা: আইফোন এক্স- ডুয়াল ১২ মেগাপিক্সেল ক্যামেরা আইফোন ৮- ১২ মেগাপিক্সেল আইফোন ৮ প্লাস- ডুয়াল ১২ মেগাপিক্সেল
ফ্রন্ট ক্যামেরা: আইফোন এক্স- ৭ মেগাপিক্সেল(ট্রু ডেপথ) আইফোন ৮- ৭ মেগাপিক্সেল আইফোন ৮ প্লাস- ৭ মেগাপিক্সেল
দাম: আইফোন এক্স- ভারতে দাম শুরু ৮৯ হাজার থেকে আইফোন ৮- ভারতে দাম শুরু ৬৪ হাজার থেকে আইফোন ৮ প্লাস- ভারতে দাম শুরু ৭৩ হাজার থেকে