International

সোমবার চিন দুই মহাকাশচারীকে পাঠাচ্ছে মহাকাশে

সোমবার দুই মহাকাশচারীকে মহাকাশে পাঠাচ্ছে চিন। চিনের সরকারি সংবাদ সংস্থা ‘জিনহুয়া’ জানাচ্ছে, ২০২২ সালের মধ্যে পাকাপাকি ভাবে নতুন একটি মহাকাশ স্টেশন বানানোর প্রস্তুতি নিতেই দুই মহাকাশচারীকে পাঠানো হচ্ছে মহাকাশে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০১৬ ১৪:১০
Share:

দুই চিনা মহাকাশচারী চেন দং (বাঁ দিকে) ও জিং হাইপেং।

সোমবার দুই মহাকাশচারীকে মহাকাশে পাঠাচ্ছে চিন। চিনের সরকারি সংবাদ সংস্থা ‘জিনহুয়া’ জানাচ্ছে, ২০২২ সালের মধ্যে পাকাপাকি ভাবে নতুন একটি মহাকাশ স্টেশন বানানোর প্রস্তুতি নিতেই দুই মহাকাশচারীকে পাঠানো হচ্ছে মহাকাশে।

Advertisement

আগামীকাল, সোমবার ভারতীয় সময় ভোর ৫টা ৫মিনিটে একটি রকেটে চাপিয়ে দুই মহাকাশচারী জিং হাইপেং ও চেন দংকে পাঠানো হবে মহাকাশে। তাঁরা যাবেন গত মাসেই মহাকাশে পাঠানো চিনা মহাকাশ গবেষণাগার ‘তিয়াংগং-২’-এ। সেখানে তাঁরা টানা এক মাস থেকে নানা পরীক্ষানিরীক্ষা চালাবেন নতুন মহাকাশ স্টেশন গড়ে তোলার লক্ষ্যে।

আরও পড়ুন- মহাকাশে থাকতে চান? তৈরি হচ্ছে নতুন দেশ, জলদি ফর্ম ফিলাপ করুন!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement