অ্যাপারচার স্ফেরিক্যাল রেডিও টেলিস্কোপ
ব্রিটিশ পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিন্স ইতিমধ্যেই সতর্ক করে দিয়েছেন, ভিনগ্রহীদের ঘাঁটিয়ো না, আখেরে বিপদ আমাদেরই হতে পারে। কিন্তু, মানুষ কবে নিজের বিপদের পরোয়া করেছে? এলিয়েনের অস্তিত্ব খুঁজতে বিশ্বের সবচেয়ে বড় রেডিও টেলিস্কোপ বানিয়ে ফেলেছে চিন। যার ‘প্রতিফলক’ হতে পারে প্রায় ৩০ টি ফুটবল গ্রাউন্ডের সমান। দক্ষিণ-পশ্চিম চিনের গুইজহো পর্বতের শীর্ষে এত বড় টেলিস্কোপ দেখে হাঁ বিশ্ব। এই টেলিস্কোপ প্রধানত ভিনগ্রহের প্রাণের সন্ধান করবে। এক নজরে জেনে নেওয়া যাক চিনের তৈরি এই টেলিস্কোপ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ছবি- গেটি ইমেজ
আরও পড়ুন- ৩৬৫ দিনে পৃথিবী কেমন ভাবে পাল্টে যায় দেখে নিন
আরও পড়ুন- দুর্গোৎসবের নতুন স্বাদ আনন্দ উৎসবে
আরও পড়ুন- মাটির গন্ধ আর ঐতিহ্যের মিশেল সুরুলের সরকারবাড়ির পুজোয়