চাঁদের আরও কাছাকাছি চন্দ্রযান-২। ছবি- ইসরোর সৌজন্যে।
চাঁদের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল চন্দ্রযান-২। গত ২০ অগস্ট চাঁদ মুলুকে ঢোকার পর শুক্রবার সন্ধ্যা ৭টায় ঢুকে পড়ল চাঁদের চতুর্থ কক্ষপথে। ল্যান্ডার ‘বিক্রম’কে পিঠে নিয়ে চাঁদের কক্ষপথে চন্দ্রযান-২-এর আর এক বারই প্রদক্ষিণ করতে হবে। আগামী রবিবার। ১ সেপ্টেম্বর। সে দিন সন্ধ্যা ৭টায় চন্দ্রযান-২ ঢুকে পড়বে চাঁদের পঞ্চম কক্ষপথে।
তার পর ২ সেপ্টেম্বর চাঁদের কক্ষপথে চন্দ্রযান-২-এর থেকে আলাদা হয়ে যাবে ল্যান্ডার ‘বিক্রম’।গত ২০, ২১ এবং ২৮ অগস্ট চাঁদকে কেন্দ্র করে তিনটি উপবৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করেছে ভারতের দ্বিতীয় চন্দ্রযান।
কিন্তু আজ, শুক্রবার ও আগামী রবিবার চাঁদকে প্রদক্ষিণ করে দু’টি বৃত্তাকার কক্ষপথে ঘুরবে চন্দ্রযান-২।
আরও পড়ুন- কোন্নগরের গৌতমের বানানো হোয়াটসআপ যাচ্ছে ধূমকেতুদের পাড়ায়!
আরও পড়ুন- অ্যান্টার্কটিকার পুরু বরফে মিলল মৃত নক্ষত্রের শরীরের অংশ!
উত্তরোত্তর গতি কমিয়ে ওই দু’টি বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণের পর আগামী ১ সেপ্টেম্বর গভীর রাতে (রাত ১ টা ৫৫ মিনিটে) বিক্রম ল্যান্ডার চন্দ্রযান ২ থেকে আলাদা হয়ে যাবে। সব কিছু ঠিকঠাক থাকলে ৭ সেপ্টেম্বর চাঁদের দক্ষিণ মেরু এলাকায় ‘ম্যানজিয়াস-সি’ এবং ‘সিম্পেলিয়াস-এন’ ক্রেটারের মাঝের একটি উচ্চভূমিতে (যা তুলনায় সমতল) নামবে ল্যান্ডার বিক্রম। তার কিছু ক্ষণের মধ্যেই ল্যান্ডারের ভিতর থেকে বেরিয়ে আসবে রোভার ‘প্রজ্ঞান’। সোভিয়েত ইউনিয়ন, আমেরিকা, চিনের পর ভারতই হবে চতুর্থ দেশ, যারা চাঁদের পিঠে পা ছোঁয়াবে। আর ভারতই হবে প্রথম দেশ, যারা নামবে চাঁদের দক্ষিণ মেরুতে।
২২ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় ইসরোর সতীশ ধওয়ন মহাকাশ কেন্দ্র থেকে চাঁদের উদ্দেশ্যে রওনা হয়েছিল চন্দ্রযান-২। গত ২০ অগস্ট ভারতীয় সময় সকাল সাড়ে ন’টায় চাঁদের কক্ষপথে প্রথম প্রবেশ করে চন্দ্রযান-২। তার পর তিনটি ধাপে ভারতীয় মহাকাশযানটি ঢুকে পড়ে চাঁদের তৃতীয় কক্ষপথে।