Visva Bharati

বিশ্বভারতীর প্রাক্তনী, বিজ্ঞানীকে স্বীকৃতি

১৯৮১-১৯৮৫ সাল পর্যন্ত বিশ্বভারতীতে পড়াশোনা করেছেন প্রবীরবাবু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২০ ০১:৫১
Share:

ফাইল চিত্র।

বিজ্ঞানের সমস্ত ক্ষেত্র মিলিয়ে গবেষণা ও অন্যান্য কৃতিত্বের উপরে নির্ভর করে বিশ্বের সেরা এক লক্ষ বিজ্ঞানীর একটি তালিকা প্রকাশ করেছে আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। সেই তালিকায় স্থান করে নিয়েছেন বিশ্বভারতীর পল্লিশিক্ষা ভবনের অন্তর্গত কৃষিবিদ্যা বিভাগের প্রাক্তন ছাত্র প্রবীরকুমার ঘোষ। প্রবীরবাবু বর্তমানে আইসিএআর (ইনস্টিটিউট অব বায়োটিক স্ট্রেস ম্যানেজমেন্ট, রায়পুর) এর উপাচার্য।

Advertisement

১৯৮১-১৯৮৫ সাল পর্যন্ত বিশ্বভারতীতে পড়াশোনা করেছেন প্রবীরবাবু। তাঁর স্বীকৃতিতে স্বভাবতই উচ্ছ্বসিত বিশ্বভারতীর অধ্যাপক থেকে আধিকারিক সকলেই। মুর্শিদাবাদের বহরমপুরে তাঁর বাড়ি। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় পৃথিবীর দুই শতাংশ বিজ্ঞানীদের নিয়ে যে তালিকা তৈরি করেছে সেখানে বিজ্ঞানীদের বিভিন্ন ক্ষেত্রে যেমন, গবেষণাপত্র, গবেষণার উৎকর্ষতা, প্রকাশিত বই ও প্রবন্ধের উৎকর্ষতা, গবেষণার প্রভাব ও প্রতিফলন মাপকাঠি করা হয়েছে। এই সংক্রান্ত তথ্য পাবলিক লাইব্রেরি অফ সায়েন্স জার্নালেও প্রকাশিত হয়েছে। এই স্বীকৃতিতে উচ্ছ্বসিত প্রবীরবাবু। তিনি বলেন, “ভারতবর্ষের ১০ জন কৃষিবিজ্ঞানীর মধ্যে স্থান পাওয়া অবশ্যই খুশির বিষয়। এই স্বীকৃতি ভবিষ্যতে আরও ভাল কাজের উৎসাহ জোগাবে।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement