আমেরিকায় সেফ পাসওয়ার্ড বেচছে ১১ বছরের মোদী

কিছু দিন আগেই সিলিকন ভ্যালিতে গিয়ে তথ্যপ্রযুক্তি দুনিয়ার হুজ-হুদের সঙ্গে দেখা করে স্বপ্ন ফেরি করে এসেছেন এক মোদী। এ দেশে কী ভাবে তথ্যপ্রযুক্তির প্রসার ঘটানো যায় তার জন্য নিজের ভাবনার কথাও বলে এলেন তিনি। তিনি নরেন্দ্র মোদী।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৫ ১৮:০১
Share:

কিছু দিন আগেই সিলিকন ভ্যালিতে গিয়ে তথ্যপ্রযুক্তি দুনিয়ার হুজ-হুদের সঙ্গে দেখা করে স্বপ্ন ফেরি করে এসেছেন এক মোদী। এ দেশে কী ভাবে তথ্যপ্রযুক্তির প্রসার ঘটানো যায় তার জন্য নিজের ভাবনার কথাও বলে এলেন তিনি। তিনি নরেন্দ্র মোদী।

Advertisement

যে দেশে তিনি গিয়েছিলেন। সেই আমেরিকারই আরও এক খুদে মোদী ইতিমধ্যেই হাইটেক ব্যবসার প্রসার ঘটিয়ে ফেলেছে। তাও মাত্র এগারো বছরেই।

সাইবার ক্রাইমের হাত থেকে থেকে আপনার ইমেল এবং ফেসবুকের ব্যক্তিগত পাসওয়ার্ডকে রক্ষা করতে আপনার মুশকিল আসান হিসেবে হাজির বছর এগারোর মীরা মোদী।

Advertisement

বয়স মাত্র ১১ বলে কিন্তু মোটেই এলেবেলে ভাববেন না।

নিউইয়র্কের বাসিন্দা ক্লাস সিক্সের ছাত্রী মাত্র এগারো বছরেই খুলে ফেলেছে নিজস্ব ওয়েবসাইট। ডাইস রোল পদ্ধতির মাধ্যমে সে তৈরি করেছে সাংকেতিক পাসওয়ার্ড। তবে নিরাপদ এই পাসওয়ার্ড পেতে খরচ তেমন নয়। মাত্র ২ ডলারের বিনিময় পাওয়া যাবে এই পাসওয়ার্ড।

কী ভাবে নিরাপদ পাসওয়ার্ডের কথা মাথায় এল ছোট্ট মীরার?

মীরার মা পেশায় সাংবাদিক জুলিয়া অঙ্গউইন তাঁর আগামী বইয়ের গবেষণার জন্য বেছে নেন মেয়ে মীরাকে। এই কাজ করতে করতেই নিরাপদ পাসওয়ার্ডের কথা মাথায় আসে মীরার। যেমন ভাবা তেমন কাজ। তার পরই নিজের ভাবনাকে বাস্তবায়িত করে মীরা।

কী ভাবে ক্রেতাদের কাছে তাঁদের পাসওয়ার্ড পৌঁছে দেয় মীরা?

এর জন্যও এক অভিনব পদ্ধতি বেছেছে সে। পাসওয়ার্ডটি কাগজে হাতে লিখে পোস্টে ক্রেতার কাছে পৌঁছে দেয় বছর এগারোর উদ্যোগপতি মীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement