সত্যি কথা বলতে কি, বৃহস্পতিবার ভারত-অস্ট্রেলিয়া ম্যাচটা আমার কাছে ফাইনাল। সাঙ্ঘাতিক হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে হচ্ছে। তবে, ভারতের ব্যাটিং বা বোলিং নিয়ে আমি এক্কেবারে হান্ড্রেড পারসেন্ট আত্মবিশ্বাসী। দেখছেন তো, প্রতিটা ম্যাচেই কেউ না কেউ খেলাটা ধরে নিচ্ছে। রোহিত শর্মা, বিরাট কোহলি বা সুরেশ রায়না— ব্যাট হাতে এরা পর্বতের মতো দাঁড়িয়ে। অন্য দিকে, যাদব, শামিরা বল হাতে ভয়ঙ্কর। এ বারের বিশ্বকাপে সব ক’টা ম্যাচেই দেখলাম, আমাদের টিম ব্যাটিং-বোলিং-ফিল্ডিং— তিনটে বিভাগেই একেবারে যাকে বলে কুল আর কম্পোজড।
সেমিফাইনালে ভারত জিতে গেলে জেনে রাখবেন, বিশ্বকাপ পাওয়াটা টু হান্ড্রেড পার্সেন্ট সিওর! সেমিফাইনালের দিনও বর্ধমান রাজবাড়িতে শ্যুটিং আছে। অপর্ণা সেনের নতুন ছবি ‘আরশিনগর’-এ কাজ করছি। আগে থেকে বলে রেখেছি, বস, ওখানে কিন্তু কেবল কানেকশন সমেত একটা টেলিভিশন রাখতেই হবে। যতই মোবাইলে দেখা যাক, বড় স্ক্রিনে খেলা দেখার মজাই আলাদা! গোটা ইউনিটের সবাই কাজের ফাঁকে ফাঁকে খেলা দেখবই। খেলা দেখতে অস্ট্রেলিয়ায় যাওয়ার খুব ইচ্ছে ছিল। কিন্তু, হল না নানা কাজের চাপে। তা না-ই বা হল, দুধের স্বাদ আজ ঘোলেই মেটাবো! থ্রি চিয়ার্স ফর ইন্ডিয়া!