Healthy Millet Recipe

ওজন কমাতে রাগি খাচ্ছেন? বানিয়ে ফেলুন স্বাদে ও পুষ্টিতে ভরপুর তামিলনাড়ুর বিশেষ একটি পদ

মেদ ঝরাতে কমবয়সিরা রাগিতেই ভরসা করছেন। আয়রন, ক্যালশিয়াম, প্রোটিন-সহ বেশ কিছু খনিজ রয়েছে রাগিতে, যা শুধু ওজন নয় রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২৪ ১৮:৪২
Share:

রাগি দিয়ে তৈরি বিশেষ একটি পদ। ছবি: সংগৃহীত।

ওজন কমাতে এখন আটা-ময়দার বদলে রাগি খাচ্ছেন অনেকেই। প্রাতরাশে আটার রুটি বা ময়দা দিয়ে বানানো গরম গরম পরোটার বদলে রাগি দিয়ে বানানো চাপাটি বা চিল্লা পছন্দ করছেন স্বাস্থ্য সচেতনরা। বাঙালি রসনায় রাগি খাওয়ার চল তেমন নেই। তবে মেদ ঝরাতে কমবয়সিরা রাগিতেই ভরসা করছেন। আয়রন, ক্যালশিয়াম, প্রোটিন-সহ বেশ কিছু খনিজ রয়েছে রাগিতে, যা শুধু ওজন নয় রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। রাগিতে ফাইবারের পরিমাণও অনেকটাই বেশি। এই ফাইবার অন্ত্রের জন্য ভাল। রাগি খেলে ক্যালোরি বেড়ে যাওয়ার কোনও সম্ভাবনাই নেই। তাই প্রতি দিনের সাধারণ খাবারের মধ্যে রাগি যোগ করার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদেরা।

Advertisement

রাগি তো খাবেন ভাবছেন, কিন্তু কী ভাবে খাবেন? একঘেয়ে চাপাটি বা রাগির খিচুড়ি না খেয়ে, বরং বানিয়ে নিন রাগি-কলার আদাই। তামিলনাড়ুতে এই পদটি প্রাতরাশে বেশ আয়েশ করেই খাওয়া হয়। রাগি-কলার আদাই প্রোটিন ও খনিজ উপাদানে ভরপুর পুষ্টিকর একটি পদ। কী ভাবে বানাবেন জেনে নিন।

রাগির আদাই কী ভাবে বানাবেন?

Advertisement

উপকরণ

রাগি ১ কাপ

কুরিয়ে নেওয়া নারকেল ১ কাপ

গুড় আধ কাপ

দারচিনির গুঁড়ো ১ চা চামচ

ঘি ১ চা চামচ

কলা ১টি

প্রণালী

রাগি পিষে নিয়ে পাউডার বানিয়ে নিতে হবে। একটি পাত্রে সেই পাউডার নিয়ে তাতে নারকেল কোরা ও গুড় মিশিয়ে ভাল করে চটকে মেখে নিতে হবে। এ বার সেই মিশ্রণে একটি কলা চটকে মেখে নিন। শুকনো করে মেখে মণ্ড করে নিতে হবে।

মণ্ড থেকে বড় বড় করে লেচি কেটে নিয়ে সেগুলিকে তালুতে চেপে রুটির মতো বানিয়ে নিন। এ বার কলা পাতা ধুয়ে ছোট করে কেটে নিন। এক একটি টুকরোতে রাগির চাপাটি ভরে পাতা দিয়ে ভাল করে মুড়ে ভাপিয়ে নিতে হবে। ১৫-২০ মিনিট ভাপিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু রাগির আদাই। এই পদটি বানাতে এক ফোঁটাও তেল ব্যবহার করা হয় না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement