Healthy Roti

একঘেয়ে রুটি খেতে ভাল লাগছে না? শীতের সব্জি দিয়ে বানান পুষ্টিকর রুটি, জানুন রেসিপি

একঘেয়ে আটা বা ময়দার রুটি খেতে ভাল লাগে না অনেক সময়েই। তাই রোজের রুটিকেও মুখরোচক বানাতে পারেন নানা উপায়ে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৪ ১৮:৫৭
Share:
How to make regular Roti more nutritious in Winter, know the recipe

শীতের সব্জি দিয়ে বানিয়ে নিন রুটি, কী ভাবে জানুন প্রণালী। ছবি: ফ্রিপিক।

শরীর সুস্থ রাখতে রোজকার খাদ্যতালিকায় রুটি রাখার পরামর্শ দেন পুষ্টিবিদরা। তবে একঘেয়ে আটা বা ময়দার রুটি খেতে ভাল লাগে না অনেক সময়েই। তাই রোজের রুটিকেও মুখরোচক বানাতে পারেন নানা উপায়ে। এখন শীতকালে নানা রকম সব্জি পাওয়া যাচ্ছে বাজারে। তাই দিয়েই বানিয়ে ফেলুন রুটি। স্বাদও বদলাবে আবার ভরপুর পুষ্টিও পাবেন।

Advertisement

উপকরণ

১৫০ গ্রাম পালং শাক

Advertisement

১০০ গ্রাম কড়াইশুটি

৬-৮টি কাজুবাদাম

২টি কাঁচালঙ্কা

২-৩ কোয়া রসুন

৫০ গ্রাম দই

১৫০ গ্রাম পনির

২০০ গ্রাম গমের আটা

১০০ গ্রাম বাজরার আটা

১০০ গ্রাম বেসন

১ চামচ জোয়ান

নুন স্বাদমতো

প্রণালী

সমস্ত সব্জি ধুয়ে ছোট টুকরো করে কেটে ভাল করে সিদ্ধ করে নিন। এ বারে মিক্সারে সিদ্ধ করা সব্জির সঙ্গে দই, কাঁচালঙ্কা ও রসুন যোগ করে ভাল করে বেটে নিন। এ বার তার সঙ্গে পনির মিশিয়ে আবারও পেস্ট করে নিন। মিহি মিশ্রণ তৈরি করতে হবে।

একটা ছড়ানো পাত্রে গমের আটা, বাজরার আটা, জোয়ান ও নুন মিশিয়ে মাখতে থাকুন। কিছুটা মাখার পরে তাতে সব্জির মিশ্রণ দিয়ে মাখুন। ভাল করে মাখতে হবে যাতে আটার মণ্ড শুকনো থাকে। এ বার তার থেকে লেচি কেটে রুটির মতো বেলে তাওয়ায় সেঁকে নিন। অল্প তেল দিয়েও রুটি সেঁকতে পারেন অথবা রুটিতে ঘি মাখিয়ে গরম গরম পরিবেশন করুন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement