ভাত বা রুটির সঙ্গে খাওয়ার জন্য বানিয়ে ফেলুন সুস্বাদু পটল পোস্ত।
বাঙালি মানেই পোস্ত খেতে ভালবাসেন। ভাতের সঙ্গে ডাল আর পোস্ত হলেই ব্যাপারটা জমে যায়। এমনকি রুটির সঙ্গেও পোস্ত খেতে দারুণ লাগে। শীতের রাতে অনেতেই রুটি আর ঝোলা গুড়ের সঙ্গে কোনও একটি নিরামিষ পদ খেতে পছন্দ করেন। আর নিরামিষ রান্নায় একটু-আধটু স্বাদ বদল হলে মন্দ হয় না। বিশেষ করে অনেকেই সপ্তাহের কোনও কোনও দিন সম্পূর্ণ নিরামিষ খাবার খান। তাই মাঝেমাঝে সামান্য পোস্ত চলতে পারে। যাতে পোস্ত পরিমাণে কম লাগে বিকল্প কিছু উপকরণও দেওয়া রইল প্রণালীতে।
প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত
পটল পোস্ত
উপকরণ:
পটল: ৪টি
পোস্ত বাটা: ৫০ গ্রাম (২৫ গ্রাম পোস্ত দিয়ে বাকি ২৫ গ্রাম তিল এবং চারমগজ দিতে পারেন)
হলুদগুঁড়ো: ১ চা চামচ
কাজু বাদাম: ৮টি
কাঁচালঙ্কা: ৪টি
সর্ষের তেল: ৩ টেবিল চামচ
চিনি: ১ চা চামচ
নুন স্বাদমতো
প্রণালী:
পটলের খোসা ছাড়িয়ে নিয়ে পটলগুলিকে সামান্য চিরে নিন। তার পর পটলগুলিতে নুন ও হলুদ মাখিয়ে রেখে দিন। অন্য দিকে একটি পাত্রে জল নিয়ে তাতে পোস্ত কিছু ক্ষণ ভিজিয়ে রেখে দিন। তার পর জলটা ছেঁকে নিয়ে পোস্ত, কাঁচালঙ্কা ও কাজু বাদাম মিক্সারে বেটে নিন। কড়াইয়ে তেল দিন। তেল গরম হলে পটলগুলি দিয়ে দিন। পটলগুলি ভাল করে ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে আলাদা করে সরিয়ে রাখুন। এ বার ওই তেলের মধ্যে কাঁচালঙ্কা-কাজু ও পোস্তর বাটাটা দিয়ে দিন। এ বার ভাল করে কিছু ক্ষণ কষুন। মিনিট পাঁচেক পর সামান্য চিনি দিয়ে আরও কিছু ক্ষণ কষুন। এর পর এতে পটলগুলি দিয়ে দিন। খানিক নেড়ে সামান্য জল দিয়ে কড়াইতে ঢাকা দিয়ে দিন। ৫-৭ মিনিট পর ঢাকা খুলে উপরে সর্ষের তেল ছড়িয়ে দিন। নামিয়ে গরম গরম পরিবেশন করুন।