Vegan

Gluten Free Vegan Cake: ডিম ও দুধ ছাড়াই বানিয়ে ফেলা যাবে কেক! জেনে নিন উপায়

যাঁরা কোনও প্রাণিজ পদার্থ খান না, তাঁদের পক্ষে কেকের স্বাদ নেওয়া বেশ সমস্যাজনক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২২ ১৯:০৩
Share:

গ্লুটেন ফ্রি ভিগান কেক তৈরির প্রণালী। ছবি: সংগৃহীত

কেক খেতে কে না ভালবাসে! কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই কেক তৈরিতে ব্যবহার করা হয় ডিম ও দুধ। ফলে যাঁরা ভিগান, অর্থাৎ, কোনও প্রাণিজ পদার্থ খান না, তাঁদের পক্ষে কেকের স্বাদ নেওয়া বেশ সমস্যাজনক। কিন্তু জানেন কি খুব সহজেই দুধ ও ডিম ছাড়াও বানিয়ে ফেলা যায় সুস্বাদু কেক? রইল সে রকমই ‘গ্লুটেন ফ্রি ভিগান কেক’ তৈরির প্রণালী।

Advertisement

প্রতীকী ছবি। ছবি: সংগৃহীত

উপকরণ:


কলা: ২টি
কোকো পাউডার: ১/৩ কাপ
পিনাট বাটার: ১/৩ কাপ
বেকিং সোডা: ছোট চামচের ১/২ চামচ
চিনি: ১ কাপ (গুঁড়ো করা)

Advertisement

প্রণালী:


১। একটি বাটিতে কলা এবং পিনাট বাটার নিয়ে নিন। ভাল কলা চটকে নিয়ে তার সঙ্গে মিশিয়ে নিন বাটার।
২। এর পর কলা ও বাটারের মিশ্রণে দিয়ে দিন গুঁড়ো চিনি। আবারও ভাল করে মিশিয়ে নিন। খেয়াল রাখুন যাতে কোনও দলা না থাকে।
৩। কোকো পাউডার মেশানোর আগে ছাঁকনির মধ্যে দিয়ে ছেঁকে নিন। বেকিং সোডা-সহ কোকো পাউডার ঢেলে দিন মিশ্রণে। ভাল করে মিশিয়ে নিন।
৪। একটি ছোট কেক তৈরির টিনে সামান্য তেল লাগিয়ে, তাতে ঢেলে দিন মিশ্রণটি। ১০-১২ মিনিট ধরে ১৮০ ডিগ্রি সেন্টিগ্ৰেডে বেক করুন। সময় হয়ে গেলে বার করে নিলেই তৈরি হয়ে যাবে গ্লুটেন ফ্রি ভিগান কেক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement