Cooking Tips

পেঁয়াজের রকমফেরে স্বাদ বদলায় খাবারের, কোন খাবারে কোন পেঁয়াজ ব্যবহার করবেন?

পেঁয়াজ কাটার ধরনও যে কোনও রান্নার স্বাদ বদলে দিতে পারে। তবে জানেন কি, পেয়াঁজের ধরনের উপরেও রান্না স্বাদ নির্ভর করে?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১৭:৪০
Share:

পেঁয়াজ কাটারও আছে কৌশল। ছবি: সংগৃহীত।

ঝাল ঝাল খাবার খেতেই ভালবাসেন। তাই রান্নায় নামমাত্র চিনি দেন। কিন্তু তাতেও খাবার মিষ্টি লাগে। অনেক সময় পেঁয়াজের কারণে মিষ্টি লাগে খেতে। তবে পেঁয়াজের সঙ্গে মশলা কত ক্ষণ কষাচ্ছেন তার উপর নির্ভর করে রান্নার স্বাদ। পেঁয়াজ কাটার ধরনও যে কোনও রান্নার স্বাদে হেরফের হতে পারে। তবে জানেন কি, পেয়াঁজের ধরনের উপরেও রান্না স্বাদ নির্ভর করে?

Advertisement

হলুদ পেঁয়াজ

যেই পেঁয়াজের রং হলদেটে ধরনের হয়, তাদের স্প্যানিশ পেঁয়াজ বলা হয়। এই ধরনের পেঁয়াজ যে কোনও রান্নায় ব্যবহার করা যায়। এই ধরনের পেঁয়াজ যত বেশি ক্ষণ রান্না করা হয়, ততই এর স্বাদে মিষ্টি ভাব আসে। যে কোনও কোর্মা জাতীয় গ্রেভিতে এই পেঁয়াজ ব্যবহার করলে স্বাদ বাড়ে।

Advertisement

মিষ্টি পেঁয়াজ

এই ধরনের পেঁয়াজ দেখতে অনেকটাই হলুদ পেঁয়াজের মতোই হয়। তবে নাম শুনলেই বোঝা যায় এই স্বাদে তেমন ঝাঁঝ থাকে না, মিষ্টি হয়। স্যান্ডউইচ ও বার্গারে এই পেঁয়াজ ব্যবহার করলে স্বাদ বাড়ে। মাখন ও রসুন দিয়ে এই পেঁয়াজ রান্না করা হলে স্বাদ আরও বাড়ে।

লাল পেঁয়াজ

এই ধরনের পেঁয়াজের চলই ভারতীয় রান্নায় বেশি। এই ধরনের পেঁয়াজ বেশ ঝাঁঝালো হয়। এই ধরনের পেঁয়াজ দিয়ে রান্না করলে রান্নার স্বাদ মিষ্টি হয় না। মশলাদার রান্না করার ক্ষেত্রে এই পেঁয়াজের ব্যবহার করতে পারেন

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement