Kitchen Hacks

কাটা পেঁয়াজ তাড়াতাড়ি পচে যায়? কী ভাবে সংরক্ষণ করলে তাজা থাকবে কয়েক দিন?

একটি গোটা পেঁয়াজ কাটার পরে তার সবটা ব্যবহার না হলে বাকিটা রেখে দিলেই তা পচে যায় অথবা কালো হয়ে যায়। কী ভাবে তাজা রাখবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৪ ১৮:৫৫
Share:
Here are some tips for storing cut onions

কাটা পেঁয়াজ অনেকদিন তাজা রাখবেন কী উপায়ে? ছবি: ফ্রিপিক।

পেঁয়াজের দাম বেড়েই চলেছে। মধ্যবিত্তের মাথায় হাত পড়েছে। তাই বুঝেশুনেই রান্নায় পেঁয়াজ দিতে হচ্ছে। একটি গোটা পেঁয়াজ কাটার পরে তার সবটা ব্যবহার না হলে বাকিটা রেখে দিলেই তা পচে যায় অথবা কালো হয়ে যায়। বহুমূল্যের বাজারে তাই কাটা পেঁয়াজ কী ভাবে সংরক্ষণ করবেন জেনে নিন।

Advertisement

কাটা পেঁয়াজ অনেকদিন তাজা রাখবেন কী উপায়ে?

১) কাটা পেঁয়াজ খোলা অবস্থায় ফ্রিজে রেখে দেবেন না। বায়ুনিরুদ্ধ পাত্রে রেখে তবেই ফ্রিজে সংরক্ষণ করুন। এতে কয়েকদিন সেই পেঁয়াজ তাজা থাকবে।

Advertisement

২) ভিজে, স্যাঁতসেঁতে জায়গায় কাটা পেঁয়াজ রাখলেই তাতে পচন ধরবে। সব্জির ঝুড়িতে বাকি আনাজের সঙ্গে কখনওই পেঁয়াজ রাখবেন না। তা ছাড়া রান্নাঘরের ভিজে জায়গায় পেঁয়াজ রেখে দেবেন না। তা হলেই তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে।

৩) কাটা পেঁয়াজ প্লাস্টিকের প্যাকেটে ভুলেও রাখবেন না। এতে তাড়াতাড়ি পচে যাবে।

৪) আলুর ঝুড়িতে পেঁয়াজ রাখবেন না। আলু আর কাটা পেঁয়াজ একসঙ্গে রাখলে, পেঁয়াজ দ্রুত নষ্ট হয়ে যাবে।

৯) কাটা পেঁয়াজ ধুয়ে ভিজে অবস্থায় ফ্রিজে রাখবেন না। ভাল করে শুকিয়ে নিয়ে তার পর বায়ুনিরুদ্ধ ব্যাগ বা পাত্রে রেখে দিন। মনে রাখবেন, পেঁয়াজ কখনও এমন জায়গায় রাখবেন না যেখানে রোদ আসে। এতে তাড়াতাড়ি পেঁয়াজ নষ্ট হয়ে যাবে। পেঁয়াজ সংরক্ষণের জন্য ঠান্ডা ও শুষ্ক জায়গা বেছে নেওয়াই শ্রেয়। তবে অন্ধকার নয়, আলো-বাতাস চলাচল করে, এমন জায়গায় ছড়িয়ে রাখতে হবে পেঁয়াজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement