যুবক রবীন্দ্রনাথ কখনও তাঁর জ্যোতিদাদা-নতুন বউঠানের সঙ্গে, কখনও বা একা এসে গঙ্গাপাড়ের চন্দননগরে কাটিয়েছেন বেশ কিছু দিন।<br> থম দিকে রবীন্দ্রনাথ তাঁর জ্যোতিদাদার সঙ্গে এসে উঠতেন মোরান সাহেবের বাংলোয়। তাঁর ‘অধ্যাপক ও আপদ’ গল্পে ওই বাড়ির কথা রয়েছে।<br> তবে, গঙ্গার ধারে সেই বাড়ি এখন আর নেই। নেই ‘জাহ্নবী নিবাস’ও। স্ট্র্যান্ডের এক ধারে সেই বাড়িতেও রবীন্দ্রনাথ এসেছিলেন।<br> সেখানে এখন নতুন একটি বাড়ি করে রবীন্দ্রভবন করা হয়েছে। তবে, রয়েছে রবীন্দ্রভবনের অদূরে ‘পাতালবাড়ি’।