স্মৃতিতে মাটির গন্ধ

বেশ অল্প বয়সেই বাবার হাত ধরে তিনি বেরিয়ে পড়েছিলেন। ‘জীবনস্মৃতি’ বইয়ে রবীন্দ্রনাথ নিজেই স্বীকার করেছেন সে কথা। সেই শুরু। তার পরে জীবনের নানা পর্বে বিভিন্ন জায়গায় বেশ কিছু বাড়িতে দিনের পর দিন কেটেছে তাঁর। রবীন্দ্রনাথের স্মৃতিধন্য সেই সব বাড়িগুলি এখন কেমন আছে? খোঁজ নিল আনন্দবাজার।বেশ অল্প বয়সেই বাবার হাত ধরে তিনি বেরিয়ে পড়েছিলেন। ‘জীবনস্মৃতি’ বইয়ে রবীন্দ্রনাথ নিজেই স্বীকার করেছেন সে কথা। সেই শুরু। তার পরে জীবনের নানা পর্বে বিভিন্ন জায়গায় বেশ কিছু বাড়িতে দিনের পর দিন কেটেছে তাঁর। রবীন্দ্রনাথের স্মৃতিধন্য সেই সব বাড়িগুলি এখন কেমন আছে? খোঁজ নিল আনন্দবাজার।

Advertisement
শেষ আপডেট: ০৯ মে ২০১৫ ০০:০০
Share:

যুবক রবীন্দ্রনাথ কখনও তাঁর জ্যোতিদাদা-নতুন বউঠানের সঙ্গে, কখনও বা একা এসে গঙ্গাপাড়ের চন্দননগরে কাটিয়েছেন বেশ কিছু দিন।<br> থম দিকে রবীন্দ্রনাথ তাঁর জ্যোতিদাদার সঙ্গে এসে উঠতেন মোরান সাহেবের বাংলোয়। তাঁর ‘অধ্যাপক ও আপদ’ গল্পে ওই বাড়ির কথা রয়েছে।<br> তবে, গঙ্গার ধারে সেই বাড়ি এখন আর নেই। নেই ‘জাহ্নবী নিবাস’ও। স্ট্র্যান্ডের এক ধারে সেই বাড়িতেও রবীন্দ্রনাথ এসেছিলেন।<br> সেখানে এখন নতুন একটি বাড়ি করে রবীন্দ্রভবন করা হয়েছে। তবে, রয়েছে রবীন্দ্রভবনের অদূরে ‘পাতালবাড়ি’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement