এই ভাস্কর্য হবে ৫৯৭ ফুটের
আকাশ ছোঁয়া ভাস্কর্য! বেশির ভাগই কৃতিত্ব চিনের। এমনকী, সম্প্রতি ব্রোঞ্জের তৈরি ১৯০ ফুটের ‘গড অফ ওয়ার’ গুয়ান উর ভাস্কর্য উদ্বোধন করে চিন চমকে দিয়েছে বিশ্বকে। তবে এ বার চিনকেও টেক্কা দিতে চলেছি আমরা। বিশ্বের সবচেয়ে উঁচু ভাস্কর্য ‘স্ট্যাচু অব ইউনিটি’র কাজ চলছে গুজরাতের বদোদরায়। সর্দার বল্লভভাই পটেলের স্মৃতিতে তৈরি এই ভাস্কর্য হবে ৫৯৭ ফুটের। শেষ হলে এটাই হবে আপতত বিশ্বের সবথেকে বড় স্ট্যাচু। ‘স্ট্যাচু অব ইউনিটি’ কাজ শেষ হওয়ার আগে এখন কোন কোন স্ট্যাচু রয়েছে বিশ্বের সর্বোচ্চ ভাস্কর্যের তালিকায়?