মোবাইলের রেডিয়েশন থেকে যে ব্রেন টিউমার হয় তা হয়ত অনেকেই শুনেছেন। তবে গবেষণা কিন্তু অন্য কথা বলছে। ব্রেন টিউমার নয়, উপরন্তু মোবাইলের বেশি ব্যবহার অন্য দিক থেকে অনেক বেশি হানিকারক। এতটাই যে, নষ্ট হয়ে যেতে পারে দৃষ্টিশক্তি। এমনকী কমিয়ে দিতে পারে এক জনের যৌন ক্ষমতাও। আর কী কী ক্ষতি করে মোবাইল?
আরও পড়ুন: ভুলেও এই ৪ জায়গায় মোবাইল রাখবেন না