চলতি বছর বলিউডের ‘বাদশা’ শাহরুখ খানের দু’টি ছবি মুক্তি পেয়েছে। মুক্তির পর ‘জওয়ান’ এবং ‘পাঠান’ ছবি দু’টি বিশ্ব জুড়ে এক হাজার কোটি টাকা আয় করে ফেলেছে। এর আগে ১০০০ কোটির ক্লাবে নাম লিখিয়েছে আমির খানের ছবি ‘দঙ্গল’।
ভারতীয় ছবির মধ্যে ১০০০ কোটি টাকার ক্লাবে রয়েছে দক্ষিণী ছবি ‘বাহুবলী ২’, ‘কেজিএফ ২’ এবং ‘আরআরআর’। বিশ্ব জুড়ে এই ছবিগুলি উপার্জনের পাশাপাশি বহুল প্রশংসাও কুড়িয়েছে।
কিন্তু ‘জওয়ান’, ‘পাঠান’ হোক বা ‘কেজিএফ ২’, ‘আরআরআর’— হাজার কোটির ক্লাবে এই ছবিগুলি নাম লেখানোর অনেক আগেই বক্স অফিসে নজির গড়েছিল অন্য একটি ছবি। আশির দশকে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে অভিনয় করেছিলেন এক বাঙালি অভিনেতা।
১৯৮২ সালে বব্বর সুভাষের পরিচালনায় প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘ডিস্কো ডান্সার’। এই ছবিতে অভিনয় করেন মিঠুন চক্রবর্তী।
২ কোটি টাকা বাজেটে তৈরি ‘ডিস্কো ডান্সার’ ছবিটি দেশের বক্স অফিসে ১০০ কোটি টাকার ব্যবসা করে।
কিন্তু দেশের চেয়েও ‘ডিস্কো ডান্সার’ ছবিটি বিদেশের মাটিতে আট গুণ বেশি ব্যবসা করে বলে বলিপাড়া সূত্রে খবর।
‘ডিস্কো ডান্সার’ ছবিটি রাশিয়ায় মুক্তির পর সে দেশের প্রেক্ষাগৃহগুলি থেকে মোট ১২ কোটি টিকিট বিক্রি হয়।
বলিপাড়া সূত্রে খবর, রাশিয়া থেকে ‘ডিস্কো ডান্সার’ ছবিটি ৮৩২ কোটি টাকার ব্যবসা করে।
‘ডিস্কো ডান্সার’ প্রথম ভারতীয় ছবি যা বক্স অফিসে ১০০ কোটি টাকার ক্লাবে নিজের জায়গা করে নেয়।
মিঠুনের ‘ডিস্কো ডান্সার’ ভারতীয় ছবি হিসাবে বিদেশের মাটিতে সর্বোচ্চ ব্যবসা করে।
বলিপাড়া সূত্রে খবর, প্রায় তিন দশক ধরে বিদেশের মাটিতে সর্বোচ্চ উপার্জনকারী ছবি হিসাবে নিজের জায়গা ধরে রাখে ‘ডিস্কো ডান্সার’।
২০১৫ সালে সলমন খানের ছবি মুক্তির পর তা টেক্কা দেয় মিঠুনের ‘ডিস্কো ডান্সার’কে।
২০১৫ সালে ভারতে মুক্তি পায় কবির খান পরিচালিত ছবি ‘বজরঙ্গি ভাইজান’। এই ছবিতে সলমনের পাশাপাশি অভিনয় করতে দেখা যায় করিনা কপূর খান এবং নওয়াজ়উদ্দিন সিদ্দিকিকে।
পরে আমির খানের ‘দঙ্গল’ এবং ‘সিক্রেট সুপারস্টার’ও বিদেশে মুক্তি পাওয়ার পর দারুণ ব্যবসা করে।