এই রাস্তাগুলোয় ড্রাইভিংয়ের সময় তাবড় চালকদেরও হাত কেঁপে যায়

ছুটির দিনে লম্বা রোডট্রিপ ভাল লাগে না, এমন লোক পাওয়া দুষ্কর। সুযোগ পেলে অনেকেই টুক করে গাড়ি নিয়ে সপরিবারে বেরিয়ে পড়েন।

Advertisement
সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০১৭ ১১:২৬
Share:
০১ ১১

খারদুঙ্গলা পাস, ভারত: লাদাখের কাছাকাছি এই পাস হল বিশ্বের বৃহত্তম পাস। এখানকার দীর্ঘ আঁকা বাঁকা পাহাড়ি পথে ড্রাইভ করাটা সত্যিই দুষ্কর।

০২ ১১

গুয়োলিয়াং টানেল, চিন: এটি ১২০০ মিটার দীর্ঘ একটি টানেল। এই টানেলে প্রবেশ করার আগের মুহূর্তটাও ভয়ঙ্কর। ততোধিক ভয়ঙ্কর এর ভিতর দিয়ে ঘুটঘুটে অন্ধকারে গাড়ি চালানো।

Advertisement
০৩ ১১

ডালটন হাইওয়ে, আলাস্কা: এই রাস্তাকে বলা হয় বিশ্বের বিচ্ছিন্নতম রাস্তা। রাস্তাটা পুরোটাই বরফে ঢাকা থাকে সারা বছর। সামান্য অসতর্ক হলে পিছলে গিয়ে দুর্ঘটনার সম্ভাবনা প্রবল।

০৪ ১১

এশিমা ওহাশি সেতু, জাপান: এটি জাপানের ‘রোলার কোস্টার ব্রিজ’ বলেই অধিক খ্যাত। বড় বড় জাহাজ যাতে এই সেতুর তলা দিয়ে যেতে পারে, সে দিক মাথায় রেখেই এই সেতু তৈরি।

০৫ ১১

অতলান্তিক ওশিয়ান রোড, নরওয়ে: পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় এই রাস্তা। সমুদ্রের জলোচ্ছ্বাস ছিটকে এসে গাড়ি ধুয়ে দেয়। জল ছিটকে লাগে সওয়ারির গায়ে।

০৬ ১১

জোজিলা পাস, ভারত: এবড়ো খেবড়ো পাথরে ঢাকা জম্মু ও কাশ্মীরের এই এই রাস্তাকে ভয়ঙ্কর বললে কম বলা হয়। লাদাখ আর কাশ্মীরের সংযোগকারী এই পাথুরে সরু রাস্তা দিয়ে গাড়ির পাশাপাশি ছাগল-ভেড়াও চলে বেড়ায়। প্রচণ্ড সরু হওয়ার কারণে বড়মাপের গাড়ি চালানো খুবই চ্যালেঞ্জিং।

০৭ ১১

হানা, হাওয়াই: মাউই আইল্যান্ডের গা ঘেঁষে এই সরু রাস্তার বিস্তার। তবে এই রাস্তা অনেক সময়ই বন্ধ করে দেওয়া হয় শুধুমাত্র ধসের কারণে।

০৮ ১১

কোলিমা, রাশিয়া: এই রাস্তার আরেক নাম ‘ডেথ রোড’। রাশিয়ার এক কোণ ঘেঁষে রয়েছে এই রাস্তা। এই রাস্তাটি তৈরি করেছেন জেলবন্দিরা।

০৯ ১১

ইউঙ্গাস রোড, বলিভিয়া: বিপজ্জনক এই রাস্তাটিতে মৃত্যু হয়েছে বহু মানুষের। তবে রোমাঞ্চের স্বাদ পেতে অনেকেই এই রাস্তায় ভ্রমণে বেরিয়ে পড়েন।

১০ ১১

লে প্যাসেজ দু গোইস, ফ্রান্স: সুন্দর এই রাস্তা দিনে মাত্র কয়েক ঘণ্টার জন্যই খোলা থাকে। জোয়ারের সময় জলের নীচে চলে যায় এই রাস্তা। রাস্তার সৌন্দর্য দেখতেই মূলত মানুষে এখানে আসেন।

১১ ১১

‘কাওকাসাস’ রোড, রাশিয়া: বিশ্বের পাহাড়ি রাস্তাগুলোর মধ্যে অন্যতম বিখ্যাত এই রাস্তা। তবে সৌন্দর্যে এই রাস্তা যেমন বিখ্যাত, তেমনই এই রাস্তা বিপজ্জনকও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement