বিশ্বের সবচেয়ে ধনী ১০ খুদে

বয়সে তারা একরত্তি। কিন্তু তাদের রোজগারের পরিমাণ বা সম্পত্তির নিরিখে তারা বয়সে বড়দের তুলনায় কিছু মাত্র কম যায় না। এমন দশটি শিশুকে আমরা বেছে নিয়েছি।বিভিন্ন দেশ থেকে। তাদের মধ্যে বেশির ভাগই রীতিমতো ‘ধনকুবের’ হয়ে গিয়েছে তাদেরই চেষ্টায়, কর্ম-কুশলতায়। কেউ অভিনয় করে, কেউ-বা গান গেয়ে।আবার কেউ একরত্তি বয়সেই কোনও সংস্থা গড়ে ফেলেছে। বা, চালু করে দিয়েছে সাড়া ফেলে দেওয়া নিউজ অ্যাপ। ওই শিশুদের নিয়েই এই নজরকাড়া গ্যালারি।

Advertisement
শেষ আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০১৬ ১৭:৪০
Share:

ভ্যালেন্টিনা পালোমা পিনোঁ।বর্তমানে সাত বছর বয়সের ওই একরত্তি মেয়ের সম্পত্তির পরিমাণ এক কোটি ২০ লক্ষ মার্কিন ডলার।তার নামে রয়েছে একটি বিলাসবহুল অট্টালিকা।হলিউডের বিখ্যাত অভিনেত্রী সালমা হায়েক ও কর্পোরেট জগতের কোটিপতি এক্সিকিউটিভ হেনরি পিনোঁর মেয়ে।

বয়সে তারা একরত্তি। কিন্তু তাদের রোজগারের পরিমাণ বা সম্পত্তির নিরিখে তারা বয়সে বড়দের তুলনায় কিছু মাত্র কম যায় না। এমন দশটি শিশুকে আমরা বেছে নিয়েছি।বিভিন্ন দেশ থেকে। তাদের মধ্যে বেশির ভাগই রীতিমতো ‘ধনকুবের’ হয়ে গিয়েছে তাদেরই চেষ্টায়, কর্ম-কুশলতায়। কেউ অভিনয় করে, কেউ-বা গান গেয়ে।আবার কেউ একরত্তি বয়সেই কোনও সংস্থা গড়ে ফেলেছে। বা, চালু করে দিয়েছে সাড়া ফেলে দেওয়া নিউজ অ্যাপ। ওই শিশুদের নিয়েই এই নজরকাড়া গ্যালারি।

Advertisement

আরও পড়ুন- ব্রাইড’স চার্চেই বিয়ে সারবেন মার্ডক

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement