সূর্যের দেশে গিয়ে ‘সোহো’ যে ভাবে দেখেছে সৌর তরঙ্গকে।
কুড়ি বছর হয়ে গেল সে রয়েছে সূর্যের দেশে। ‘সোহো’। নাসা ও ইউরোপিয়ান স্পেস এজেন্সির (ইএসএ বা ‘এসা) যৌথ ভাবে পাঠানো প্রথম সৌর উপগ্রহ ‘সোহো’। তাকে সূর্যের দেশে পাঠানো হয়েছিল ’৯৫ সালে। ভাবা হয়েছিল, ‘সোহো’ বড়জোড় সক্রিয় থাকবে দশ বছর। তা ভুল প্রমাণিত হয়েছে। দেখতে দেখতে কুড়িটা বছর পার করে দিল ‘সোহো’। কী কী দেখল সে সূর্যের দেশে গিয়ে, কুড়ি কুড়ি বছরের পর তার একগুচ্ছ ছবি পাঠিয়েছে ‘সোহো’। সেই সব ছবি নিয়েই এই গ্যালারি।
ছবি সৌজন্যে- নাসা।
আরও পড়ুন- এ বার ‘সূর্যের দেশে’ যাচ্ছে ভারত, সামনে দুই বাঙালি