নিত্য নতুন চমকে আমাদের মুগ্ধ করে চলেছে বামন গ্রহ প্লুটো। নাসার পাঠানো মহাকাশযান নিউ হরাইজনের ক্যামেরায় এর আগে ধরা পড়েছে বরফ ঢাকা পাহাড়, নিস্তরঙ্গ উপত্যকা বা বহুভুজাকৃতি খাঁজ। প্লুটোর বুকে ধরা পড়েছে সাপের চামড়ার মতো খাঁজ কাটা পাহাড় অথবা বালিয়াড়ির মতো ঢেউ খেলানো জমির। এ বার পালা বামন গ্রহের সবচেয়ে বড় চাঁদ শ্যারনের। এ পর্যন্ত সবচেয়ে হাই রেজ্যুলিউশন এবং রঙিন ছবি পেলেন বিজ্ঞানীরা। নিউ হরাইজন থেকে তোলা শ্যারনের ছবিতে সাজল গ্যালারির পর্দা। সৌজন্যে নাসা।