মঙ্গলের বালির ধু ধু প্রান্তরের ‘রকনেস্ট’ ও ‘পোর্টেজ’ পয়েন্টের বিভিন্ন এলাকায় ঘুরতে ঘুরতে কিউরিওসিটির তোলা সেল্ফি। কোথায় বালিঝড় দেখা গিয়েছে, তারও উল্লেখ রয়েছে ছবিতে।
সকলেই এখন সেল্ফি তুলছে দেখে, মঙ্গলের মাটিতে ঘুরতে ঘুরতে তার বিভিন্ন এলাকায় সেল্ফি তোলার শখ হয়েছিল মার্কিন রোভার মহাকাশযান ‘মিস কিউরিওসিটি’-রও। তার পাঠানো চমকে দেওয়ার মতো সেল্ফির হরেক ছবি নিয়েই এই নজরকাড়া গ্যালারি।
ছবি সৌজন্যে: নাসা।
আরও পড়ুন- পৃথিবীর বাইরে থেকেই এসেছিল প্রাণ, জোরালো হচ্ছে বিশ্বাস
ভিন গ্রহে ‘প্রাণ’ আবিষ্কার বছর কুড়ির মধ্যেই?